০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটে অভিযোগ জমা পড়ল ৪৫৩টি,  গ্রেফতার ১৯৫, জানাল কমিশন  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার
  • / 35

ছবি-সন্দীপ সাহা

পুবের কলম, ওয়েবডেস্কঃ দিনভর উত্তেজনা, বুথ জ্যাম, বোমাবাজি, মারধর থেকে চড়-থাপ্পড়, কিল চড়, লাথি-ঘুসি দিয়ে শেষ হল কলকাতা পুরভোট। বিক্ষিপ্ত অশান্তি ঘটানোর অভিযোগে মোট ১৯৫ জনকে গ্রেফতার করা হয়ে বলে লালবাজার সূত্রে খবর।

দুপুরে দিকে সাংবাদিক বৈঠক করেন জয়েন্ট সিপি। সেই সময় তিনি জানান, দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত অশান্তি ছড়ানোর কারণে ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

এদিকে ভোট শেষ হতে হতেই সেই গ্রেফতারের সংখ্যা পৌঁছে যায় ১৯৫-তে।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

এদিকে পুরভোটে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে ১৪৪টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি করেছে বিজেপি। এদিকে সিপিএমের পক্ষ থেকেও ১৬টি ওয়ার্ডে ও কংগ্রেসের পক্ষ থেকে ৪৫ ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যপালের কাছে ইতিমধ্যেই নালিশ ঠুকেছে শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, বাংলায় কোন গণতন্ত্র নেই। ২০ শতাংশ মানুষও ভোট দিতে পারেননি। ভোটের নামে প্রহসন হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলেছে পুলিশ। ভোটের নামে ছাপ্পা, রিগিং চলেছে। বেশিরভাগ জায়গায় সিসি ক্যামেরা অকেজো ছিল।

এদিকে কমিশন জানিয়েছে, কোথাও সিসি ক্যামেরা অচল ছিল না। বুথ দখলের কোনও অভিযোগ নেই। ৪৫৩টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার করা হয়েছে ১৯৫ জনকে।

এদিকে ভোট দিতে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরভোটে সন্ত্রাসে অভিযোগ উড়িয়ে দিয়েছে। এদিন পুরভোটে পুলিশ ভালো কাজ করেছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তোলা অশান্তির অভিযোগকে উড়িয়ে মমতা বলতে শোনা যায়, পুরভোটে লড়তে পারছে না, তাই নাটক করছে বিজেপি। সব ইগনোর করুন।

একইভাবে সরব হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কোথাও অশান্তি করেনি। তৃণমূলের বিরুদ্ধে অশান্তির ফুটেজ প্রকাশ্যে আনুন, তাহলে দল এর ব্যবস্থা নেবে’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটে অভিযোগ জমা পড়ল ৪৫৩টি,  গ্রেফতার ১৯৫, জানাল কমিশন  

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দিনভর উত্তেজনা, বুথ জ্যাম, বোমাবাজি, মারধর থেকে চড়-থাপ্পড়, কিল চড়, লাথি-ঘুসি দিয়ে শেষ হল কলকাতা পুরভোট। বিক্ষিপ্ত অশান্তি ঘটানোর অভিযোগে মোট ১৯৫ জনকে গ্রেফতার করা হয়ে বলে লালবাজার সূত্রে খবর।

দুপুরে দিকে সাংবাদিক বৈঠক করেন জয়েন্ট সিপি। সেই সময় তিনি জানান, দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত অশান্তি ছড়ানোর কারণে ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

এদিকে ভোট শেষ হতে হতেই সেই গ্রেফতারের সংখ্যা পৌঁছে যায় ১৯৫-তে।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

এদিকে পুরভোটে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে ১৪৪টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি করেছে বিজেপি। এদিকে সিপিএমের পক্ষ থেকেও ১৬টি ওয়ার্ডে ও কংগ্রেসের পক্ষ থেকে ৪৫ ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যপালের কাছে ইতিমধ্যেই নালিশ ঠুকেছে শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, বাংলায় কোন গণতন্ত্র নেই। ২০ শতাংশ মানুষও ভোট দিতে পারেননি। ভোটের নামে প্রহসন হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলেছে পুলিশ। ভোটের নামে ছাপ্পা, রিগিং চলেছে। বেশিরভাগ জায়গায় সিসি ক্যামেরা অকেজো ছিল।

এদিকে কমিশন জানিয়েছে, কোথাও সিসি ক্যামেরা অচল ছিল না। বুথ দখলের কোনও অভিযোগ নেই। ৪৫৩টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার করা হয়েছে ১৯৫ জনকে।

এদিকে ভোট দিতে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরভোটে সন্ত্রাসে অভিযোগ উড়িয়ে দিয়েছে। এদিন পুরভোটে পুলিশ ভালো কাজ করেছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তোলা অশান্তির অভিযোগকে উড়িয়ে মমতা বলতে শোনা যায়, পুরভোটে লড়তে পারছে না, তাই নাটক করছে বিজেপি। সব ইগনোর করুন।

একইভাবে সরব হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কোথাও অশান্তি করেনি। তৃণমূলের বিরুদ্ধে অশান্তির ফুটেজ প্রকাশ্যে আনুন, তাহলে দল এর ব্যবস্থা নেবে’।