১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৪৪ দিন পর অসমের খনি থেকে উদ্ধার ৫ দেহ

ইমামা খাতুন
  • আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 49

গুয়াহাটি, ২০ ফেব্রুয়ারিঃ অসমের ডিমা হাসাও জেলার উমরাংশুর অবৈধ কয়লাখনি থেকে উদ্ধার করা হলো আরও ৫টি মৃতদেহ। কয়লা খাদানে জল ঢুকে যাওয়ার পর উদ্ধার কাজ শুরু হয়েছিল। ৪৪ দিন পর শেষ পাঁচজনের মৃতদেহ উদ্ধার হল। শ্রমিকদের সঙ্গে কথা বলে প্রশাসন আগেই জানিয়েছিল ৯ জন শ্রমিক আটকে আছে। বুধবার যে ৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে তা শনাক্ত করা সহজ নয়।

 

৪৪দিন ধরে জলে আবদ্ধ মৃতদেহগুলি গলে গিয়েছে। উমরাংশুর কালামাটির তিন কিলো এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৬ জানুয়ারি। আচমকা জলে ভরে যায় কয়লাখনিটিতে। বাকি শ্রমিকরা বরাত জোরে বাইরে বেরিয়ে আসতে পারলেও ৯ জন আর বেরোতে পারেনি। এর আগে ৪ জনের দেহ উদ্ধার হয়। অসম সরকার ইতিমধ্যে এদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে। এদিকে গৌহাটি হাইকোর্ট অইবধ র‌্যাটহোল মাইনিং নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। আদালত রাজ্য সরকারকে এই সব বেআইনি খনি বন্ধেরও নির্দেশ দিয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪৪ দিন পর অসমের খনি থেকে উদ্ধার ৫ দেহ

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

গুয়াহাটি, ২০ ফেব্রুয়ারিঃ অসমের ডিমা হাসাও জেলার উমরাংশুর অবৈধ কয়লাখনি থেকে উদ্ধার করা হলো আরও ৫টি মৃতদেহ। কয়লা খাদানে জল ঢুকে যাওয়ার পর উদ্ধার কাজ শুরু হয়েছিল। ৪৪ দিন পর শেষ পাঁচজনের মৃতদেহ উদ্ধার হল। শ্রমিকদের সঙ্গে কথা বলে প্রশাসন আগেই জানিয়েছিল ৯ জন শ্রমিক আটকে আছে। বুধবার যে ৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে তা শনাক্ত করা সহজ নয়।

 

৪৪দিন ধরে জলে আবদ্ধ মৃতদেহগুলি গলে গিয়েছে। উমরাংশুর কালামাটির তিন কিলো এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৬ জানুয়ারি। আচমকা জলে ভরে যায় কয়লাখনিটিতে। বাকি শ্রমিকরা বরাত জোরে বাইরে বেরিয়ে আসতে পারলেও ৯ জন আর বেরোতে পারেনি। এর আগে ৪ জনের দেহ উদ্ধার হয়। অসম সরকার ইতিমধ্যে এদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে। এদিকে গৌহাটি হাইকোর্ট অইবধ র‌্যাটহোল মাইনিং নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। আদালত রাজ্য সরকারকে এই সব বেআইনি খনি বন্ধেরও নির্দেশ দিয়েছে।