০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটক টানতে বিমানের ৫ লক্ষ টিকিট বিনামূল্যে!

ইমামা খাতুন
  • আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার
  • / 82

পুবের কলম ওয়েব ডেস্ক: মহামারি করোনার কল কাটিয়ে পর্যটনে গতি ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছে হংকং। পর্যটক টানতে বিমানের ৫ লক্ষ টিকিট বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে হংকং। এ পরিমাণ বিমান টিকিটের মূল্য ২৫ কোটি মার্কিন ডলার।

 

আরও পড়ুন: আহমদাবাদ বিমান দুর্ঘটনায় বাতিল কলকাতা-আহমদাবাদ উড়ান

কোভিডের কড়াকড়ি উঠে গেলেই এ টিকিট বিতরণ শুরু করবে কর্তৃপক্ষ। করোনা মহামারির আগে ২০১৯ সালে ৫ কোটি ৬০ লক্ষের মতো পর্যটক পেয়েছিল হংকং।

আরও পড়ুন: বিমানে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারলাইন্সের

 

আরও পড়ুন: বৈঠকের নির্যাস শূন্য! আরও ১১৬ জন ভারতীয়কে ফেরত পাঠাল ট্রাম্প

মহামারির ভয়াবহতা কমার পর ২০২২ সালের প্রথম আট মাসে নগরটিতে পর্যটক এসেছে মাত্র ১ লক্ষ ৮৪ হাজার। হংকং এরই মধ্যে করোনা বিধিনিষেধ শিথিল করেছে।

 

তবে করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধও হংকংয়ের পর্যটনে ধাক্কা দিয়েছে। কোভিড ও ইউক্রেন যুদ্ধবিষয়ক নিষোজ্ঞা ও শর্তাবলীর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও হংকংয়ে পর্যটকের সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম কার।

 

হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেঙ বলেন; করোনার কারে সরকারি যেসব বিধিনিষেধ আছে; সেগুলো পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে। এরপরই বিনামূল্যে টিকিটের প্রচার শুরু হবে। পর্যটক টানতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান; এয়ারলাইন্স কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করবে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিনামূল্যে বিতরণের জন্য আসা ও ফিরতি উভয় টিকিট

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পর্যটক টানতে বিমানের ৫ লক্ষ টিকিট বিনামূল্যে!

আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: মহামারি করোনার কল কাটিয়ে পর্যটনে গতি ফেরাতে অভিনব উদ্যোগ নিয়েছে হংকং। পর্যটক টানতে বিমানের ৫ লক্ষ টিকিট বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে হংকং। এ পরিমাণ বিমান টিকিটের মূল্য ২৫ কোটি মার্কিন ডলার।

 

আরও পড়ুন: আহমদাবাদ বিমান দুর্ঘটনায় বাতিল কলকাতা-আহমদাবাদ উড়ান

কোভিডের কড়াকড়ি উঠে গেলেই এ টিকিট বিতরণ শুরু করবে কর্তৃপক্ষ। করোনা মহামারির আগে ২০১৯ সালে ৫ কোটি ৬০ লক্ষের মতো পর্যটক পেয়েছিল হংকং।

আরও পড়ুন: বিমানে যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ ইন্ডিগো এয়ারলাইন্সের

 

আরও পড়ুন: বৈঠকের নির্যাস শূন্য! আরও ১১৬ জন ভারতীয়কে ফেরত পাঠাল ট্রাম্প

মহামারির ভয়াবহতা কমার পর ২০২২ সালের প্রথম আট মাসে নগরটিতে পর্যটক এসেছে মাত্র ১ লক্ষ ৮৪ হাজার। হংকং এরই মধ্যে করোনা বিধিনিষেধ শিথিল করেছে।

 

তবে করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধও হংকংয়ের পর্যটনে ধাক্কা দিয়েছে। কোভিড ও ইউক্রেন যুদ্ধবিষয়ক নিষোজ্ঞা ও শর্তাবলীর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও হংকংয়ে পর্যটকের সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম কার।

 

হংকং ট্যুরিজম বোর্ডের নির্বাহী পরিচালক ডেন চেঙ বলেন; করোনার কারে সরকারি যেসব বিধিনিষেধ আছে; সেগুলো পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে। এরপরই বিনামূল্যে টিকিটের প্রচার শুরু হবে। পর্যটক টানতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান; এয়ারলাইন্স কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করবে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিনামূল্যে বিতরণের জন্য আসা ও ফিরতি উভয় টিকিট