০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রমযানে ৫০ শতাংশ ছাড় অ্যামাজনের

ইমামা খাতুন
  • আপডেট : ১২ মার্চ ২০২৩, রবিবার
  • / 51

পুবের কলম ওয়েব ডেস্ক: পবিত্র রমযান উপলক্ষে নানা পণ্যসামগ্রীর দামের ওপর ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে অনলাইন মার্কেটপ্লেস  অ্যামাজন। ১১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত দুবাইয়ে এছাড় প্রযোজ্য থাকবে। ১১ মার্চ প্রাইম মেম্বারদের জন্য চালু হবে এ অফার। সব ধরনের গ্রাহকদের জন্য এ অফার শুরু হবে ১২ মার্চ। অ্যামাজনের জিসিসি রিটেইল ডিরেক্টর স্টেফানো মার্তিনেল্লি জানান, ‘এ অঞ্চলে বছরের সবচেয়ে আনন্দের ও তাৎপর্যপূর্ণ সময় হচ্ছে রমযান। গ্রাহকরা যাতে রমযানের প্রস্তুতি নিতে পারে, সেজন্য এ অফার নিয়ে হাজির হচ্ছি।’ তিনি আরও জানান, ‘দান-খয়রাতের এ গুরুত্বপূর্ণ মাসে এমিরেটস রেড ক্রিসেন্ট ও ইউনিলিভারের সঙ্গে সহযোগিতায় নামতে পেরে আমরা কৃতজ্ঞ।’ রোযার প্রথম দিন থেকে ‘গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি’ নামে একটি উইশলিস্ট চালু করতে যাচ্ছে অ্যামাজন। এভাবে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে এমিরেটস রেড ক্রিসেন্টের মাধ্যমে দান করতে পারবেন ক্রেতারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রমযানে ৫০ শতাংশ ছাড় অ্যামাজনের

আপডেট : ১২ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: পবিত্র রমযান উপলক্ষে নানা পণ্যসামগ্রীর দামের ওপর ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে অনলাইন মার্কেটপ্লেস  অ্যামাজন। ১১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত দুবাইয়ে এছাড় প্রযোজ্য থাকবে। ১১ মার্চ প্রাইম মেম্বারদের জন্য চালু হবে এ অফার। সব ধরনের গ্রাহকদের জন্য এ অফার শুরু হবে ১২ মার্চ। অ্যামাজনের জিসিসি রিটেইল ডিরেক্টর স্টেফানো মার্তিনেল্লি জানান, ‘এ অঞ্চলে বছরের সবচেয়ে আনন্দের ও তাৎপর্যপূর্ণ সময় হচ্ছে রমযান। গ্রাহকরা যাতে রমযানের প্রস্তুতি নিতে পারে, সেজন্য এ অফার নিয়ে হাজির হচ্ছি।’ তিনি আরও জানান, ‘দান-খয়রাতের এ গুরুত্বপূর্ণ মাসে এমিরেটস রেড ক্রিসেন্ট ও ইউনিলিভারের সঙ্গে সহযোগিতায় নামতে পেরে আমরা কৃতজ্ঞ।’ রোযার প্রথম দিন থেকে ‘গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি’ নামে একটি উইশলিস্ট চালু করতে যাচ্ছে অ্যামাজন। এভাবে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে এমিরেটস রেড ক্রিসেন্টের মাধ্যমে দান করতে পারবেন ক্রেতারা।