০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মুর্শিদাবাদের ৫০ শিক্ষককে ডাকলো সুপ্রিম-গঠিত কমিশন, মাদ্রাসায় কমিটির মাধ্যমে নিয়োগ

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 66
পুবের কলম প্রতিবেদক: মাদ্রাসায় কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কমিশন ইতিমধ্যে সাতশোর বেশি শিক্ষককের তথ্য যাচাইয়ের জন্য আবেদন গ্রহণ সম্পন্ন হয়েছে। সেই আবেদনের শুনানি শুরু হয়েছে।
বুধবার মুর্শিদাবাদ জেলার ৫০ জন কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষককে ডেকেছে সুপ্রিম গঠিত ওই কমিটি। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলার ডিআইকেও ডাকা হয়েছে।
শিক্ষকদের তথ্য যাচাই এবং ডিআইয়ের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কমিটি। পর্যায়ক্রমে সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে। এর পর কমিশন সিদ্ধান্ত জানাবে। তার পর ওই শিক্ষকদের নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গিয়েছে।