১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৫৭৫ টি নকল সোনার কয়েন উদ্ধার মুর্শিদাবাদের সাগরদিঘীতে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্কঃ বীরভূম জেলার পর এবার মুর্শিদাবাদের সাগরদিঘীতে ৫৭৫ টি নকল সোনার কয়েন উদ্ধার হল।  উল্লেখ্য  গত ২৬শে জুন বীরভূমের দুই যুবক সাগরদিঘীর এক স্বর্ণকারের দোকানে এসে ২ টো আসল  সোনার কয়েন দেখিয়ে পরে ৫৭৫ টি নকল সোনার কয়েন বিক্রি করে ৯ই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়  দুই যুবক । পরে বাকি কয়েন গুলো যাচাই  করতে গেলে সবই নকল কয়েন বলে জানা যায়।

ছবি— রহমতুল্লাহ

আরও পড়ুন: তীব্র গরমে বেহাল বিদ্যুৎ পরিষেবা, নাজেহাল সাগরদিঘীর কাবিলপুরবাসী

ছবি— রহমতুল্লাহ

আরও পড়ুন: করোনা পরিস্থিতি কাটিয়ে মুর্শিদাবাদে ঈদের মাঠে নামায আদায়

ঘটনাস্থলে সাগরদিঘী থানায় লিখিত অভিযোগ করে সেই স্বর্ণকার। সাগরদিঘী থানার পুলিশের তৎপরতায় জানতে পারা যায় ওই যুবক দের বাড়ি বীরভূমে সাঁইথিয়া এলাকায় যুবকদের নাম সেখ জামিরুল ও সেখ সাদেক দু’জনকেই সাগরদিঘী থানা পুলিশ গ্রেফতার করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫৭৫ টি নকল সোনার কয়েন উদ্ধার মুর্শিদাবাদের সাগরদিঘীতে

আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বীরভূম জেলার পর এবার মুর্শিদাবাদের সাগরদিঘীতে ৫৭৫ টি নকল সোনার কয়েন উদ্ধার হল।  উল্লেখ্য  গত ২৬শে জুন বীরভূমের দুই যুবক সাগরদিঘীর এক স্বর্ণকারের দোকানে এসে ২ টো আসল  সোনার কয়েন দেখিয়ে পরে ৫৭৫ টি নকল সোনার কয়েন বিক্রি করে ৯ই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়  দুই যুবক । পরে বাকি কয়েন গুলো যাচাই  করতে গেলে সবই নকল কয়েন বলে জানা যায়।

ছবি— রহমতুল্লাহ

আরও পড়ুন: তীব্র গরমে বেহাল বিদ্যুৎ পরিষেবা, নাজেহাল সাগরদিঘীর কাবিলপুরবাসী

ছবি— রহমতুল্লাহ

আরও পড়ুন: করোনা পরিস্থিতি কাটিয়ে মুর্শিদাবাদে ঈদের মাঠে নামায আদায়

ঘটনাস্থলে সাগরদিঘী থানায় লিখিত অভিযোগ করে সেই স্বর্ণকার। সাগরদিঘী থানার পুলিশের তৎপরতায় জানতে পারা যায় ওই যুবক দের বাড়ি বীরভূমে সাঁইথিয়া এলাকায় যুবকদের নাম সেখ জামিরুল ও সেখ সাদেক দু’জনকেই সাগরদিঘী থানা পুলিশ গ্রেফতার করেছে।