০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিহারের সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম তামিলনাড়ুর তালিকায়

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
  • / 176

পুবের কলম,ওয়েবডেস্ক: বিহারের সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম নির্বাচন কমিশন তামিলনাড়ুর ভোটার তালিকায় ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে সরব হয়ে উঠেছে শাসক ডিএমকে, কংগ্রেস সহ বিভিন্ন দল। কমিশনের যুক্তি, এই সাড়ে ৬ লক্ষ বিহারী কর্মসূত্রে তামিলনাড়ুতে গিয়ে পাকাপাকিভাবে তামিলনাড়ুর বাসিন্দা হয়ে গিয়েছেন।

 

আরও পড়ুন: Vijay’s rally: রাজনৈতিক সভায় মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকার ঘোষণা থালাপতি বিজয়ের

তাই তাঁদের নাম তামিলনাড়ুর ভোটার তালিকায় যুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন অভিযোগ করেছেন, এভাবে তামিলনাড়ুর জনসংখ্যার বিন্যাস বদলে দিতে চাইছে কমিশন। এদিকে কংগ্রেস নেতা পি চিদম্বরম অভিযোগ করেছেন, কমিশনের এই পদক্ষেপ পুরোপুরি বে আইনি এবং উদ্বেগজনক।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

 

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র

নিজের এক্স হ্যাণ্ডেলে তিনি লিখেছেন, নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন যা করছে তা ক্রমেই সন্দেহজনক হয়ে উঠছে। বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে সেই রাজ্যের সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম তামিলনাড়ুর ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। কমিশন বলছে, ওরা স্থায়ীভাবে তামিলনাড়ুতে থেকে গিয়েছেন। কে একথা বলল কমিশনকে?

 

ওরা ছটপুজোয় বিহারে ফিরে যান না? ওদের বিহারে বাড়ি নেই? আত্মীয় স্বজন নেই? কোনও পরিযায়ী শ্রমিকের যদি বিহারে ঘরবাড়ি থাকে, হয়তো কাজের সুবাদে তাঁরা বেশিরভাগ সময় তামিলনাড়ুতে কাটান, তাহলেও তাঁদের তামিলনাড়ুর ভোটার করা যায় না। চিদম্বরমের অভিযোগ, কমিশন এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। রাজ্যগুলির ভোটদাতাদের প্যাটার্ন বদলে দিতে চাইছে।

 

রাজনৈতিক এবং আইনিভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এদিকে নির্বাচন কমিশন বলছে, বিহারে তারা যে খসড়া তালিকা প্রকাশ করেছে তার বিরুদ্ধে ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও একটিও অভিযোগ আসেনি। ১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ দায়েরের সময় রয়েছে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারের সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম তামিলনাড়ুর তালিকায়

আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিহারের সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম নির্বাচন কমিশন তামিলনাড়ুর ভোটার তালিকায় ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে সরব হয়ে উঠেছে শাসক ডিএমকে, কংগ্রেস সহ বিভিন্ন দল। কমিশনের যুক্তি, এই সাড়ে ৬ লক্ষ বিহারী কর্মসূত্রে তামিলনাড়ুতে গিয়ে পাকাপাকিভাবে তামিলনাড়ুর বাসিন্দা হয়ে গিয়েছেন।

 

আরও পড়ুন: Vijay’s rally: রাজনৈতিক সভায় মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকার ঘোষণা থালাপতি বিজয়ের

তাই তাঁদের নাম তামিলনাড়ুর ভোটার তালিকায় যুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন অভিযোগ করেছেন, এভাবে তামিলনাড়ুর জনসংখ্যার বিন্যাস বদলে দিতে চাইছে কমিশন। এদিকে কংগ্রেস নেতা পি চিদম্বরম অভিযোগ করেছেন, কমিশনের এই পদক্ষেপ পুরোপুরি বে আইনি এবং উদ্বেগজনক।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

 

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র

নিজের এক্স হ্যাণ্ডেলে তিনি লিখেছেন, নিবিড় ভোটার তালিকা সংশোধনের নামে কমিশন যা করছে তা ক্রমেই সন্দেহজনক হয়ে উঠছে। বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে সেই রাজ্যের সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম তামিলনাড়ুর ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। কমিশন বলছে, ওরা স্থায়ীভাবে তামিলনাড়ুতে থেকে গিয়েছেন। কে একথা বলল কমিশনকে?

 

ওরা ছটপুজোয় বিহারে ফিরে যান না? ওদের বিহারে বাড়ি নেই? আত্মীয় স্বজন নেই? কোনও পরিযায়ী শ্রমিকের যদি বিহারে ঘরবাড়ি থাকে, হয়তো কাজের সুবাদে তাঁরা বেশিরভাগ সময় তামিলনাড়ুতে কাটান, তাহলেও তাঁদের তামিলনাড়ুর ভোটার করা যায় না। চিদম্বরমের অভিযোগ, কমিশন এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। রাজ্যগুলির ভোটদাতাদের প্যাটার্ন বদলে দিতে চাইছে।

 

রাজনৈতিক এবং আইনিভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এদিকে নির্বাচন কমিশন বলছে, বিহারে তারা যে খসড়া তালিকা প্রকাশ করেছে তার বিরুদ্ধে ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও একটিও অভিযোগ আসেনি। ১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ দায়েরের সময় রয়েছে। তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।