২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার ফেটে হরিয়ানার পানিপথে উত্তরদিনাজপুরের বাসিন্দা একই পরিবারের ৬জনের মৃত্যু

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 138

 

 

আরও পড়ুন: হাওড়ার শ্যামপুরে গ্যাস সিলিন্ডার ফেটে জখম ১১

 

আরও পড়ুন: হারিয়ানার একই পরিবারের ৬ সদস্যর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

 

আরও পড়ুন: ইফতার তৈরির সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, রতুয়ায় পুড়ল সাতটি বাড়ি 

 

পুবের কলম ওয়েবডেস্ক: পেটের টানে গিয়েছিলেন ভিন রাজ্যে । কিছুটা বাড়তি রোজগার হলে পরিবারের সদস্যরা একটু ভালো থাকবেন এই আশায়। কিন্তু গ্যাস সিলিন্ডার ফেটে হরিয়ানার পানিপথে মৃত্যু হল একই পরিবারের ৬ জনের। মৃতরা সকলেই উত্তরদিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা।

 

উত্তরদিনাজপুর জেলার পুলিশসুপার এই খবর নিশ্চিত করে জানিয়েছেন নিহতরা সকলেই ইসলামপুরের  গাইসল ১ নং পঞ্চায়েতের জাকির বসতি এলাকা। বৃহস্পতিবার সকালে  মৃতদের এক আত্মীয় ইসলামপুরে ফোন করে এই দুঃসংবাদ দেন।

জানা যাচ্ছে ইসলামপুরের  গাইসলের বাসিন্দা মুহম্মদ সুলতান। তাঁর বড়ছেলে করিম বছর দুয়েক আগে হরিয়ানায় পাড়ি দেন। সঙ্গে নিয়ে যান দুই ছেলে,দুই মেয়ে এবং স্ত্রীকেও। মূলত সেখানে তাঁরা লেপ  বানানোর কাজ করতেন। করিমের স্ত্রী আফরোজ বেগমও  স্বামীকে সাহায্য করতেন। সকালে উঠে রান্না ও খাওয়াদাওয়া সেরে সকলে কাজে বেরিয়ে যেতেন। এটাই ছিল প্রাত্যহিক রুটিন।  প্রতিদিনের মত এইদিন সকালেও আফরোজ বেগম গ্যাসসিলিন্ডারের সুইচ অন করতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

 

তীব্র বিস্ফোরণে মৃত্যু হয় আফরোজ বেগম, তাঁর স্বামী ও সন্তানদের। মারা গিয়েছেন বছর ৪২এর  মুহম্মদ করিম, ৩৪ বছরের আফরোজা। তাঁদের দুই ছেলে ৮ বছরের আবদুস ও ৬ বছরের আফরান এবং দুই মেয়ে ১৭ বছরের ইশরাত ও ১২ বছরের রেশমারও মৃত্যু হয়। পরিবারের ৬জন সদস্যেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। অগ্নিদগ্ধ অবস্থায় ওই ৬ জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন।

উত্তরদিনাজপুরের বাড়িতে  খবর এসে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পরেন পরিবারের সদস্যরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্যাস সিলিন্ডার ফেটে হরিয়ানার পানিপথে উত্তরদিনাজপুরের বাসিন্দা একই পরিবারের ৬জনের মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: হাওড়ার শ্যামপুরে গ্যাস সিলিন্ডার ফেটে জখম ১১

 

আরও পড়ুন: হারিয়ানার একই পরিবারের ৬ সদস্যর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

 

আরও পড়ুন: ইফতার তৈরির সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, রতুয়ায় পুড়ল সাতটি বাড়ি 

 

পুবের কলম ওয়েবডেস্ক: পেটের টানে গিয়েছিলেন ভিন রাজ্যে । কিছুটা বাড়তি রোজগার হলে পরিবারের সদস্যরা একটু ভালো থাকবেন এই আশায়। কিন্তু গ্যাস সিলিন্ডার ফেটে হরিয়ানার পানিপথে মৃত্যু হল একই পরিবারের ৬ জনের। মৃতরা সকলেই উত্তরদিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা।

 

উত্তরদিনাজপুর জেলার পুলিশসুপার এই খবর নিশ্চিত করে জানিয়েছেন নিহতরা সকলেই ইসলামপুরের  গাইসল ১ নং পঞ্চায়েতের জাকির বসতি এলাকা। বৃহস্পতিবার সকালে  মৃতদের এক আত্মীয় ইসলামপুরে ফোন করে এই দুঃসংবাদ দেন।

জানা যাচ্ছে ইসলামপুরের  গাইসলের বাসিন্দা মুহম্মদ সুলতান। তাঁর বড়ছেলে করিম বছর দুয়েক আগে হরিয়ানায় পাড়ি দেন। সঙ্গে নিয়ে যান দুই ছেলে,দুই মেয়ে এবং স্ত্রীকেও। মূলত সেখানে তাঁরা লেপ  বানানোর কাজ করতেন। করিমের স্ত্রী আফরোজ বেগমও  স্বামীকে সাহায্য করতেন। সকালে উঠে রান্না ও খাওয়াদাওয়া সেরে সকলে কাজে বেরিয়ে যেতেন। এটাই ছিল প্রাত্যহিক রুটিন।  প্রতিদিনের মত এইদিন সকালেও আফরোজ বেগম গ্যাসসিলিন্ডারের সুইচ অন করতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

 

তীব্র বিস্ফোরণে মৃত্যু হয় আফরোজ বেগম, তাঁর স্বামী ও সন্তানদের। মারা গিয়েছেন বছর ৪২এর  মুহম্মদ করিম, ৩৪ বছরের আফরোজা। তাঁদের দুই ছেলে ৮ বছরের আবদুস ও ৬ বছরের আফরান এবং দুই মেয়ে ১৭ বছরের ইশরাত ও ১২ বছরের রেশমারও মৃত্যু হয়। পরিবারের ৬জন সদস্যেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। অগ্নিদগ্ধ অবস্থায় ওই ৬ জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন।

উত্তরদিনাজপুরের বাড়িতে  খবর এসে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পরেন পরিবারের সদস্যরা।