০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হলিউড ছবি দেখলে ৬  মাসের জেল  এই দেশে! জেনে নিন বিস্তারিত   

ইমামা খাতুন
  • আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার
  • / 10

পুবের কলম ওয়েবডেস্ক: কোনও হলিউড সিনেমা দেখলে শিশুদের দীর্ঘ দিন জেল হতে পারে উত্তর কোরিয়ায়। এমন অপরাধের জন্য    অভিভাবকদেরও শাস্তি হতে পারে। উত্তর কোরিয়ার একনায়ক নেতা কিম জং উন নয়া এই ফরমান জারি করেছেন। কয়েক দিন আগেই কিম বলেন, তার মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না রাখা হয়।

এবার জানা গেল তার নয়া নির্দেশনার কথা। টিভিতে হলিউড বা দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলেই সেই শিশুকে পাঁচ বছরের জন্য যেতে হবে জেলে! আর তার মা-বাবাকে ছয় মাস থাকতে হবে বন্দি শিবিরে। এমনই ভয়ঙ্কর নির্দেশ দিয়েছেন কিম। তার নির্দেশনায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,  কাউকে দক্ষিণ কোরীয়দের মতো আচরণ করতে দেখলেই তাকে ৬ মাসের জন্য হাজতে ভরা হবে।

সে শিশু হোক বা তাদের মা-বাবা। আর ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলে পড়তে হবে আরও কড়া শাস্তির মুখে। এর আগেও এই ধরনের ‘অপরাধ’ করলে পড়তে হতো বিভিন্ন সমস্যায়। কিন্তু এত দিন সাধারণত কড়া হুমকি দিয়ে অপরাধীদের ছেড়ে দেওয়া হতো। তবে এবার একেবারে জেলে ভরে দেওয়ার হুমকি দিলেন কিম জং উন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হলিউড ছবি দেখলে ৬  মাসের জেল  এই দেশে! জেনে নিন বিস্তারিত   

আপডেট : ১ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: কোনও হলিউড সিনেমা দেখলে শিশুদের দীর্ঘ দিন জেল হতে পারে উত্তর কোরিয়ায়। এমন অপরাধের জন্য    অভিভাবকদেরও শাস্তি হতে পারে। উত্তর কোরিয়ার একনায়ক নেতা কিম জং উন নয়া এই ফরমান জারি করেছেন। কয়েক দিন আগেই কিম বলেন, তার মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না রাখা হয়।

এবার জানা গেল তার নয়া নির্দেশনার কথা। টিভিতে হলিউড বা দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলেই সেই শিশুকে পাঁচ বছরের জন্য যেতে হবে জেলে! আর তার মা-বাবাকে ছয় মাস থাকতে হবে বন্দি শিবিরে। এমনই ভয়ঙ্কর নির্দেশ দিয়েছেন কিম। তার নির্দেশনায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,  কাউকে দক্ষিণ কোরীয়দের মতো আচরণ করতে দেখলেই তাকে ৬ মাসের জন্য হাজতে ভরা হবে।

সে শিশু হোক বা তাদের মা-বাবা। আর ভবিষ্যতে দক্ষিণ কোরিয়ার ছবি বা অনুষ্ঠান দেখলে পড়তে হবে আরও কড়া শাস্তির মুখে। এর আগেও এই ধরনের ‘অপরাধ’ করলে পড়তে হতো বিভিন্ন সমস্যায়। কিন্তু এত দিন সাধারণত কড়া হুমকি দিয়ে অপরাধীদের ছেড়ে দেওয়া হতো। তবে এবার একেবারে জেলে ভরে দেওয়ার হুমকি দিলেন কিম জং উন।