১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্থায়ী উপাচা‌র্য পেল রা‌জ্যের ৬ বিশ্ববিদ্যালয়

ইমামা খাতুন
  • আপডেট : ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার
  • / 28

সেখ কুতুবউ‌দ্দিনঃ  রা‌জ্যের ৬টি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের স্থায়ী উপাচা‌র্যের নাম ঘোষণা হল। শুক্রবার রা‌তে এই নাম বিশ্ব‌বিদ‌্যালয়গু‌লি‌কে পাঠায় শিক্ষা দফতর।

তালিকায় রয়েছে প্রেসিডেন্সি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শেষপর্যন্ত স্থায়ী উপচার্য পেল এই ৬ বিশ্ববিদ্যালয়।

প্রেসিডেন্সি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের স্থায়ী উপাচা‌র্য প‌দে নিযুক্ত হ‌লেন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শঙ্কর কুমার নাথ। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের  রূপকুমার বর্মন। রাণী রাশমনি সবুজ বিশ্ববিদ্যালয়ের অমিয় কুমার পান্ডা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কল্লোল পাল। সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের পবিত্র কুমার চক্রবর্তী।

রাজ্য-রাজ্যপালের সংঘাতের জেরে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য নিয়োগ বেশ কিছুদিন ধরে থমকে ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথমে হাইকোর্ট ও পরে এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। শীর্ষ আদালতের নির্দেশেই গঠিত হয় সার্চ কমিটি। । অবশেষে দীর্ঘ অপেক্ষার পর স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব‌ন্দ্যোপাধ‌্যা‌য়ের দেওয়া না‌মের ম‌ধ্যে থে‌কে শীল‌মোহর দেন রাজ্যপাল সি‌ভি আনন্দ বোস।

আ‌লিয়া সহ বাকী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের নামগু‌লিও দ্রুত প্রকাশ করা হ‌বে ব‌লে জানি‌য়ে‌ছে সং‌শ্লিষ্ট দফতর।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্থায়ী উপাচা‌র্য পেল রা‌জ্যের ৬ বিশ্ববিদ্যালয়

আপডেট : ৬ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

সেখ কুতুবউ‌দ্দিনঃ  রা‌জ্যের ৬টি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের স্থায়ী উপাচা‌র্যের নাম ঘোষণা হল। শুক্রবার রা‌তে এই নাম বিশ্ব‌বিদ‌্যালয়গু‌লি‌কে পাঠায় শিক্ষা দফতর।

তালিকায় রয়েছে প্রেসিডেন্সি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শেষপর্যন্ত স্থায়ী উপচার্য পেল এই ৬ বিশ্ববিদ্যালয়।

প্রেসিডেন্সি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের স্থায়ী উপাচা‌র্য প‌দে নিযুক্ত হ‌লেন নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শঙ্কর কুমার নাথ। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের  রূপকুমার বর্মন। রাণী রাশমনি সবুজ বিশ্ববিদ্যালয়ের অমিয় কুমার পান্ডা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কল্লোল পাল। সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের পবিত্র কুমার চক্রবর্তী।

রাজ্য-রাজ্যপালের সংঘাতের জেরে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্য নিয়োগ বেশ কিছুদিন ধরে থমকে ছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভাবে উপাচার্য নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথমে হাইকোর্ট ও পরে এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। শীর্ষ আদালতের নির্দেশেই গঠিত হয় সার্চ কমিটি। । অবশেষে দীর্ঘ অপেক্ষার পর স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব‌ন্দ্যোপাধ‌্যা‌য়ের দেওয়া না‌মের ম‌ধ্যে থে‌কে শীল‌মোহর দেন রাজ্যপাল সি‌ভি আনন্দ বোস।

আ‌লিয়া সহ বাকী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের নামগু‌লিও দ্রুত প্রকাশ করা হ‌বে ব‌লে জানি‌য়ে‌ছে সং‌শ্লিষ্ট দফতর।