হিমাচল প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত ৮

- আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 33
পুবের কলম, সিমলা: হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জন যাত্রীর। আহত হয়েছেন আরও ২১ জন। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের মান্ডি জেলার সারকাঘাট এলাকায় একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ১০০ ফুট নিচে পড়ে যায়। তাতেই মৃত্যু হয় চার মহিলাসহ আটজনের। আহত হয়েছে ২১ জন। জানা গিয়েছে, হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এইচআরটিসি) বাসটি চালক ও কন্ডাক্টরসহ ২৯ জনকে নিয়ে সারকাঘাট থেকে দুর্গাপুর যাওয়ার পথে মাসেরানের কাছে তারাংলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিভিল হাসপাতালে পাঁচজন, সরকারি মেডিকেল কলেজ নেরচকে দু’জন এবং এইমস বিলাসপুরে একজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। মান্ডির জেলা পুলিশ সুপার সাক্ষী ভার্মা বলেন, স্থানীয় পুলিশ এবং মেডিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। খাড়া পথ পাড়ি দিয়ে আহতদের উদ্ধার করা হয়। তবে ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
মর্মান্তিক বাস দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং উপ-মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী। মুখ্যমন্ত্রী মান্ডি জেলা প্রশাসনকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। এদিকে আহতদের দেখতে এইমস বিলাপসুরে গিয়েছিলেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী।