এক দশক ধরে বিচারাধীন ৮৫৩ বন্দি! সমালোচনার মুখে যোগী প্রশাসন

- আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্কঃ এক দশকেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছে ৮৫৩ জনেরও বেশি।মামলার পাহাড় জমেছে।শুরু হচ্ছে না বিচার প্রক্রিয়া। ঝুলে রয়েছে তাদের আবেদন। সোমবার একটি মামলার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকার এবং হাই কোর্ট, দু’পক্ষকেই দুষল সুপ্রিম কোর্ট।এমনকি বিচারপতি সঞ্জয় কৌল এবং বিচারপতি এম এম সুন্দ্রেশের বেঞ্চ জানায়,এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে শীর্ষ আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হবে।
উল্লেখ্য,বিগত ১২ বছর ধরে উত্তরপ্রদেশের জেলে বন্দি সুলেমান নামক এক ব্যক্তি।ইলাহাবাদ হাইকোর্টে একাধিকবার শুনানির আবেদন জানালেও কোনও ফল না মেলায় বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে মামলা করে সুলেমানের পরিবার।এই মামলার শুনানি করতে গিয়ে উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করল শীর্ষ আদালত।
এই প্রসঙ্গে, আদালত অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল গরিমা পার্শাদের কাছে জানতে চাই ৮৫৩ জন কারাগারবন্দীদের মধ্যে কতজন মাত্র একটি মামলার কারণে জেল খাটছে।টোবে ড়াজয় এখনও তালিকাটি যাচাই-বাছাই করতে পারেনি।একাধিক মামলায় জড়িত ব্যক্তিদের মধ্যে কে বাঁ কারা একটি মাত্র মামলার জন্য এক শতক ধরে জেল খেটে আসছে তাদের আলাদা করতে পারেননি রাজ্য প্রশাসন। এর আগে গত ৯ মে উত্তরপ্রদেশ সরকার এবং ইলাহাবাদ হাই কোর্ট জানিয়েছে ৩৫০ বন্দির মামলার আবেদন শোনা বাকি আছে। তবে ১০ বছর ধরে তাদের মামলা চলছে। ১৫৯ জন বন্দি রয়েছে ১৫ বছর। এর পর ইলাহাবাদ হাই কোর্টের কাছে এমন কত মামলা ঝুলে আছে, তার তথ্য জানতে চায় শীর্ষ আদালত।
সোমবার সুপ্রিম কোর্ট যোগী রাজ্যকে এই সব অপরাধের মামলাকে বিবেচনার সুপারিশ করা হয়েছে। বিশেষ পরিস্থিতি না হলে বন্দিদের সবাইকে জামিনে মুক্তি দেওয়ার কথাও বলেছে শীর্ষ আদালত।