৯/১১ বাতিল হল দ্বিতীয় তালিবান সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান

- আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার
- / 117
পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ ৯/১১ বাতিল হল দ্বিতীয় তালিবান সরকারের শপথ গ্রহণ তথা উদ্বোধনী অনুষ্ঠান। আফগান সরকারের তথ্যপ্রযুক্তি কমিশনের সদস্য ইনামুল্লা সমাঙ্গানি টুইটারে লিখেছেন, “নতুন আফগান সরকারের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্য ইসলামিক আমিরশাহীর নেতৃত্ব ক্যাবিনেটের একাংশ ঘোষণা করেছে। যা ইতিমধ্যেই কাজ শুরু করেছে।”
আজ থেকে কুড়ি বছর আগে আমেরিকার উপরে আল কায়দার হামলায় শিউরে উঠেছিল গোটা বিশ্ব। সেই হামলার মূল চক্রী ওসামা বিন লাদেন সেই সময় ছিলেন আফগানিস্তানে। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ বারংবার অস্বীকার করেছেন তালিব নেতৃত্ব।
তালিবান মুখপাত্র জানিয়েছেন “আফগানিস্থানে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে বিনিয়োগ দরকার। আমরা চিন-সহ আমাদের পড়শিদের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চাই।”