১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের মার খেয়ে বাড়ি থেকে পালিয়েছিল ভাই–বোন, ঘরে ফিরল ১৩ বছর পর

সামিমা এহসানা
  • আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্ক: আগ্রার নিতু একা হাতে মানুষ করছিলেন রাখি আর বাবলুকে। পেশায় দিনমজুর নিতু একদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে দেখেন, এঁটো বাসন ধুয়ে রাখেনি ছেলেমেয়েরা। রাগের জেরে ৯ বছরের রাখি আর ৬ বছরের বাবলুকে খুব মারধর করে নিতু। অভিমানে, চোখের জল ফেলতে ফেলতে মায়ের অনুপস্থিতিতে বাড়ি ছেড়ে চলে যায় দুই খুদে। তারপর আর ফেরেনি। মা নিতু বছরের পর বছর খুঁজেছেন ছেলেমেয়েকে। পুলিশে অভিযোগ দায়েরও করেছেন। কিন্তু খোঁজ পাননি। দূর্ভাগ্যজনকভাবে স্টেশন পর্যন্ত যাওয়ার পর দুই ভাই বোনও একে অপরকে হারিয়ে ফেলে।

এরপর দুজনের জীবনের ১৩ বছর পার হয় হোমে। এখন দুজনেই চাকরি করে। এক বছর আগে হঠাৎ ভাইকে খোঁজার চেষ্টা করে রাখি। বাবলুকে খুঁজেও পায়। কিন্তু মা কোথায় গেল? তাদের বাড়িই বা কোথায়? বিশেষ কিছু মনে ছিল না দুই ভাই বোনের। এরপর এক শিশু অধিকার কর্মী বিস্তর তদন্ত করে দুই সন্তানকে মিলিয়ে দেন তার মায়ের সঙ্গে। মা নিতু নতুন করে জীবন ফিরে পান, আর তার সন্তানরাও। অভিমানের জল চোখে নিয়ে একদিন ঘর ছেড়েছিল দুই ভাই বোন। এখন আবার আনন্দাশ্রু নিয়ে বাড়ি ফিরল দুজনে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মায়ের মার খেয়ে বাড়ি থেকে পালিয়েছিল ভাই–বোন, ঘরে ফিরল ১৩ বছর পর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: আগ্রার নিতু একা হাতে মানুষ করছিলেন রাখি আর বাবলুকে। পেশায় দিনমজুর নিতু একদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে দেখেন, এঁটো বাসন ধুয়ে রাখেনি ছেলেমেয়েরা। রাগের জেরে ৯ বছরের রাখি আর ৬ বছরের বাবলুকে খুব মারধর করে নিতু। অভিমানে, চোখের জল ফেলতে ফেলতে মায়ের অনুপস্থিতিতে বাড়ি ছেড়ে চলে যায় দুই খুদে। তারপর আর ফেরেনি। মা নিতু বছরের পর বছর খুঁজেছেন ছেলেমেয়েকে। পুলিশে অভিযোগ দায়েরও করেছেন। কিন্তু খোঁজ পাননি। দূর্ভাগ্যজনকভাবে স্টেশন পর্যন্ত যাওয়ার পর দুই ভাই বোনও একে অপরকে হারিয়ে ফেলে।

এরপর দুজনের জীবনের ১৩ বছর পার হয় হোমে। এখন দুজনেই চাকরি করে। এক বছর আগে হঠাৎ ভাইকে খোঁজার চেষ্টা করে রাখি। বাবলুকে খুঁজেও পায়। কিন্তু মা কোথায় গেল? তাদের বাড়িই বা কোথায়? বিশেষ কিছু মনে ছিল না দুই ভাই বোনের। এরপর এক শিশু অধিকার কর্মী বিস্তর তদন্ত করে দুই সন্তানকে মিলিয়ে দেন তার মায়ের সঙ্গে। মা নিতু নতুন করে জীবন ফিরে পান, আর তার সন্তানরাও। অভিমানের জল চোখে নিয়ে একদিন ঘর ছেড়েছিল দুই ভাই বোন। এখন আবার আনন্দাশ্রু নিয়ে বাড়ি ফিরল দুজনে।