১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যান হামলা : সোল কেটে রং বোমা রাখার জায়গা তৈরি করে দেওয়া মুচিকে খুঁজছে পুলিশ

সামিমা এহসানা
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
  • / 13

পুবের কলম ওয়েব ডেস্ক: গত ১৩ ডিসেম্বর সাগর ও মনোরঞ্জন লোকসভার ভেতরে ঢুকে ক্যান হামলা চালিয়েছিল। বাঁ পায়ের জুতোর ভেতরে হলুদ ধোঁয়া ভর্তি ক্যান নিয়ে ঢুকেছিল তারা। ওই বিশেষ জুতো তৈরি করতে তাদেরকে সাহায্য করেছিল লখনউ এর আলমবাগ এর এক মুচি। সেই মুচির খোঁজে দিল্লি পুলিশ বেরিয়েছিল। কিন্তু বিস্তর জিজ্ঞাসাবাদ করার পরও তার খোঁজ পায়নি। এই জন্যে উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য নিচ্ছে তারা। ওই মুচিকে সাক্ষী হিসেবে পেশ করতে চায় পুলিশ।
সংসদে ঢুকে পড়া সাগর জানিয়েছে, প্রথমে সে নিজেই চেষ্টা করেছিল এমন একটা জুতো তৈরি করতে, যার ভেতরে ক্যান ঢুকিয়ে রাখা যায়। কিন্তু ব্যর্থ হওয়ার পর সাইকেলে ঘুরে বেড়ানো ওই মুচির সাহায্য চায় সে।
স্থানীয় এক জুতোর দোকান থেকে দুই জোড়া জুতো কেনে সে। প্রতি জোড়া জুতোর দাম ছিল ৫৯৫ টাকা। ওই মুচি জুতোর সোল কেটে ক্যান রাখার জায়গা তৈরি করে দেয়। আসল জুতোর নিচে নকল আরও একটি সোল জুড়ে দেয় সে। যাতে ক্যান নিরাপদে রাখা যায়। ওই জুতোগুলির সোল সাধারণ জুতোর থেকে অনেক বেশি উঁচু ছিল বলে জানিয়েছে পুলিশ। মুচির খোঁজে আপতত তল্লাশি চলছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যান হামলা : সোল কেটে রং বোমা রাখার জায়গা তৈরি করে দেওয়া মুচিকে খুঁজছে পুলিশ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: গত ১৩ ডিসেম্বর সাগর ও মনোরঞ্জন লোকসভার ভেতরে ঢুকে ক্যান হামলা চালিয়েছিল। বাঁ পায়ের জুতোর ভেতরে হলুদ ধোঁয়া ভর্তি ক্যান নিয়ে ঢুকেছিল তারা। ওই বিশেষ জুতো তৈরি করতে তাদেরকে সাহায্য করেছিল লখনউ এর আলমবাগ এর এক মুচি। সেই মুচির খোঁজে দিল্লি পুলিশ বেরিয়েছিল। কিন্তু বিস্তর জিজ্ঞাসাবাদ করার পরও তার খোঁজ পায়নি। এই জন্যে উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য নিচ্ছে তারা। ওই মুচিকে সাক্ষী হিসেবে পেশ করতে চায় পুলিশ।
সংসদে ঢুকে পড়া সাগর জানিয়েছে, প্রথমে সে নিজেই চেষ্টা করেছিল এমন একটা জুতো তৈরি করতে, যার ভেতরে ক্যান ঢুকিয়ে রাখা যায়। কিন্তু ব্যর্থ হওয়ার পর সাইকেলে ঘুরে বেড়ানো ওই মুচির সাহায্য চায় সে।
স্থানীয় এক জুতোর দোকান থেকে দুই জোড়া জুতো কেনে সে। প্রতি জোড়া জুতোর দাম ছিল ৫৯৫ টাকা। ওই মুচি জুতোর সোল কেটে ক্যান রাখার জায়গা তৈরি করে দেয়। আসল জুতোর নিচে নকল আরও একটি সোল জুড়ে দেয় সে। যাতে ক্যান নিরাপদে রাখা যায়। ওই জুতোগুলির সোল সাধারণ জুতোর থেকে অনেক বেশি উঁচু ছিল বলে জানিয়েছে পুলিশ। মুচির খোঁজে আপতত তল্লাশি চলছে।