১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পোষ্যকে নিশ্চিত বিমান যাত্রার সুযোগ দিতে বিজনেস ক্লাসের সব টিকিট কিনে নিলেন এক ব্যক্তি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্কঃ মুম্বই থেকে চেন্নাই বিমানে যেতে সময় লাগে ২ ঘন্টা। নিজের পোষ্যকে নিয়ে যাবেন বলে বিজনেস ক্লাসের সমস্ত টিকিট কিনে নিলেন এক ব্যক্তি।

এই ঘটনার কথা সামনে এনেছে এয়ার ইন্ডিয়া। মুম্বই বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যায় এআই-৬৭১।বিজনেস ক্লাসে পরিষেবা দিতে এসে চমকে যান বিমান সেবিকা ও কর্মীরা। গোটা বিজনেস ক্লাসে শুধু একটি সারমেয় ও তার মালিক।

জানা যাচ্ছে পোষ্যকে নিশ্চিন্তে বিমান যাত্রা উপভোগ করতে দেওয়ার জন্যই সমস্ত টিকিট কিনে নেন ওই ব্যক্তি।

এক-একটি বিজনেস ক্লাস টিকিটের দাম সেখানে ২০,০০০ টাকার আশপাশে। সব ক’টি আসন কিনে নেওয়ায় সেই পোষ্য কুকুরের মালিকের খরচ হয়েছে ২.৫ লক্ষ টাকারও বেশি। ওই বিমানে বিজনেস ক্লাসে থাকে মোট ১২টি আসন। একমাত্র এয়ার ইন্ডিয়ার বিমানেই দেশের মধ্যে বিমানে সর্বাধিক ২ টি পোষ্যকে নিয়ে যাওয়া যায়। সিটের একেবারে শেষের সারিতে তাদের বসানো হয়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পোষ্যকে নিশ্চিত বিমান যাত্রার সুযোগ দিতে বিজনেস ক্লাসের সব টিকিট কিনে নিলেন এক ব্যক্তি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মুম্বই থেকে চেন্নাই বিমানে যেতে সময় লাগে ২ ঘন্টা। নিজের পোষ্যকে নিয়ে যাবেন বলে বিজনেস ক্লাসের সমস্ত টিকিট কিনে নিলেন এক ব্যক্তি।

এই ঘটনার কথা সামনে এনেছে এয়ার ইন্ডিয়া। মুম্বই বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যায় এআই-৬৭১।বিজনেস ক্লাসে পরিষেবা দিতে এসে চমকে যান বিমান সেবিকা ও কর্মীরা। গোটা বিজনেস ক্লাসে শুধু একটি সারমেয় ও তার মালিক।

জানা যাচ্ছে পোষ্যকে নিশ্চিন্তে বিমান যাত্রা উপভোগ করতে দেওয়ার জন্যই সমস্ত টিকিট কিনে নেন ওই ব্যক্তি।

এক-একটি বিজনেস ক্লাস টিকিটের দাম সেখানে ২০,০০০ টাকার আশপাশে। সব ক’টি আসন কিনে নেওয়ায় সেই পোষ্য কুকুরের মালিকের খরচ হয়েছে ২.৫ লক্ষ টাকারও বেশি। ওই বিমানে বিজনেস ক্লাসে থাকে মোট ১২টি আসন। একমাত্র এয়ার ইন্ডিয়ার বিমানেই দেশের মধ্যে বিমানে সর্বাধিক ২ টি পোষ্যকে নিয়ে যাওয়া যায়। সিটের একেবারে শেষের সারিতে তাদের বসানো হয়।