১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কেজরিওয়ালকে চতুর্থবার সমন পাঠাতে পারে ইডি

সামিমা এহসানা
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 16

পুবের কলম ওয়েব ডেস্ক: ভবিষ্যতেও চলবে ইডি–কেজরি লড়াই। মনে করা হচ্ছিল, আবগারি দূর্নীতি মামলায় ইডির পাঠানো তৃতীয়বারের নোটিস এড়ানোর জন্য কোর্টের দ্বারস্থ হতে পারে ইডি। এরপর দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে তারা। কিন্তু সূত্রের খবর, এখনই এমনটা করবে না তদন্তকারী সংস্থা। চতুর্থবারও কেজরিকে সমন পাঠাবে ইডি।

এর আগে গত ২ নভেম্বর, ২১ ডিসেম্বর ও ৩ জানুয়ারি কেজরিকে হাজিরা দিতে বলেছিল তারা। কোনওবারই যাননি আপ সুপ্রিমো। বারবার দাবি করেছেন, তিনি নির্দোষ।

বৃহস্পতিবারও কেজরি বলেন, সততাই তার একমাত্র সম্পদ। তিনি কোনও অপরাধ করেননি। ইচ্ছা করেই লোকসভার আগে আপের প্রচারে বাধা দেওয়ার জন্য তদন্তকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেজরিওয়ালকে চতুর্থবার সমন পাঠাতে পারে ইডি

আপডেট : ৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ভবিষ্যতেও চলবে ইডি–কেজরি লড়াই। মনে করা হচ্ছিল, আবগারি দূর্নীতি মামলায় ইডির পাঠানো তৃতীয়বারের নোটিস এড়ানোর জন্য কোর্টের দ্বারস্থ হতে পারে ইডি। এরপর দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে তারা। কিন্তু সূত্রের খবর, এখনই এমনটা করবে না তদন্তকারী সংস্থা। চতুর্থবারও কেজরিকে সমন পাঠাবে ইডি।

এর আগে গত ২ নভেম্বর, ২১ ডিসেম্বর ও ৩ জানুয়ারি কেজরিকে হাজিরা দিতে বলেছিল তারা। কোনওবারই যাননি আপ সুপ্রিমো। বারবার দাবি করেছেন, তিনি নির্দোষ।

বৃহস্পতিবারও কেজরি বলেন, সততাই তার একমাত্র সম্পদ। তিনি কোনও অপরাধ করেননি। ইচ্ছা করেই লোকসভার আগে আপের প্রচারে বাধা দেওয়ার জন্য তদন্তকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপি।