১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেফতার ওয়ান্টেড হিজবুল জঙ্গি জাভেদ মাট্টু

সামিমা এহসানা
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করেছে হিজবুল মুজাহিদিন জঙ্গী গোষ্ঠীর অন্যতম সদস্য জাভেদ মাট্টুকে। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার এইচজিএস ঢালিওয়াল জানিয়েছেন, দিল্লি পুলিশের স্পেশাল সেল ও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় এ প্লাস প্লাস ক্যাটাগরির জঙ্গী জাভেদ মাট্টুকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার মাথার দম ছিল ১০ লক্ষ টাকা।

এনআইএ তাকে দীর্ধদিন ধরে খুঁজছিল। পুলিশের মতে, মাট্টুর কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও চুরি যাওয়া একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের সোপোর জেলার বাসিন্দা সে। পাঁচটি গ্রেনেড হামলা ও পাঁচ পুলিশ কর্মীর মৃত্যুর দায়ে অভিযুক্ত মাট্টু। পাকিস্তানে তার অবাধ যাতায়াত রয়েছে বলে খবর।

মাট্টুর ভাই রইজ জানিয়েছে, ‘আমার ভাই ২০০৯ সালে জঙ্গী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ে। তারপর থেকে আমরা ওর কোনও খবর পাইনি। ও বেঁচে আছে কিনা আমরা তাও জানতাম না।’

দীর্ঘদিন থেকেই মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে জাভেদ মাট্টু। বারবার নাম পাল্টে পুলিশের চোখে ধুলো দিত সে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গ্রেফতার ওয়ান্টেড হিজবুল জঙ্গি জাভেদ মাট্টু

আপডেট : ৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করেছে হিজবুল মুজাহিদিন জঙ্গী গোষ্ঠীর অন্যতম সদস্য জাভেদ মাট্টুকে। দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার এইচজিএস ঢালিওয়াল জানিয়েছেন, দিল্লি পুলিশের স্পেশাল সেল ও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতায় এ প্লাস প্লাস ক্যাটাগরির জঙ্গী জাভেদ মাট্টুকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার মাথার দম ছিল ১০ লক্ষ টাকা।

এনআইএ তাকে দীর্ধদিন ধরে খুঁজছিল। পুলিশের মতে, মাট্টুর কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও চুরি যাওয়া একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের সোপোর জেলার বাসিন্দা সে। পাঁচটি গ্রেনেড হামলা ও পাঁচ পুলিশ কর্মীর মৃত্যুর দায়ে অভিযুক্ত মাট্টু। পাকিস্তানে তার অবাধ যাতায়াত রয়েছে বলে খবর।

মাট্টুর ভাই রইজ জানিয়েছে, ‘আমার ভাই ২০০৯ সালে জঙ্গী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ে। তারপর থেকে আমরা ওর কোনও খবর পাইনি। ও বেঁচে আছে কিনা আমরা তাও জানতাম না।’

দীর্ঘদিন থেকেই মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে জাভেদ মাট্টু। বারবার নাম পাল্টে পুলিশের চোখে ধুলো দিত সে।