১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অরিজিনাল ভোটার বা আধার কার্ড নিয়ে বাসে চড়তে হবে মহিলাদের

সামিমা এহসানা
  • আপডেট : ৮ জানুয়ারী ২০২৪, সোমবার
  • / 40

পুবের কলম ওয়েব ডেস্ক: বাসে উঠে ফ্রি সার্ভিস পেতে হলে মহিলাদের আসল পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। জেরক্স বা ফটোকপি দেখালে হবে না। এমনটাই  বলেছেন তেলেঙ্গানা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ভিসি সাজ্জানর।

তিনি জানিয়েছেন, কেন্দ্র বা রাজ্য সরকারের ইস্যু করা পরিচয়পত্র দেখাতে হবে, যার মধ্যে স্পষ্ট ছবি ও ঠিকানা লেখা রয়েছে। প্যান কার্ড চলবে না, কারণ তাতে ঠিকানা লেখা থাকে না।

তেলেঙ্গানায় ক্ষমতায় আসার আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, মহালক্ষী স্কিমের অধীনে সেরাজ্যের মহিলাদের বিনামূল্যে বাসে চড়ানো হবে।

কিন্তু ভিন রাজ্যের মহিলা, যারা বিভিন্ন সূত্রে তেলেঙ্গানায় থাকেন, তারাও ফ্রিতে বাসে উঠছেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। তাই এবার থেকে আসল পরিচয়পত্র দেখাতে হবে।

এছাড়া ফ্রিতে বাসে চড়ার পর একটি জিরো টিকিট দেওয়া হচ্ছে মহিলাদের। সেটাও অনেকে নিতে অস্বীকার করছে। এই প্রবণতা আটকাতে বলা হয়েছে, যদি মহিলা যাত্রীরা জিরো টিকিট সংগ্রহ না করেন, তাহলে ৫০০ টাকা ফাইন দিতে হবে তাদের। তাছাড়া বাসকর্মীদেরও শাস্তি পেতে হবে।

উল্লেখ্য, মহালক্ষী স্কিমের অধীনে কংগ্রেস তেলেঙ্গানার মহিলাদের ফ্রিতে বাসে চড়ানোর পাশাপাশি মাসে ২৫০০ টাকা ও ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথমটি চালু হয়ে গেলেও বাকি দুইটির অপেক্ষায় রয়েছেন সেখানকার মহিলা ভোটাররা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অরিজিনাল ভোটার বা আধার কার্ড নিয়ে বাসে চড়তে হবে মহিলাদের

আপডেট : ৮ জানুয়ারী ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বাসে উঠে ফ্রি সার্ভিস পেতে হলে মহিলাদের আসল পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। জেরক্স বা ফটোকপি দেখালে হবে না। এমনটাই  বলেছেন তেলেঙ্গানা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ভিসি সাজ্জানর।

তিনি জানিয়েছেন, কেন্দ্র বা রাজ্য সরকারের ইস্যু করা পরিচয়পত্র দেখাতে হবে, যার মধ্যে স্পষ্ট ছবি ও ঠিকানা লেখা রয়েছে। প্যান কার্ড চলবে না, কারণ তাতে ঠিকানা লেখা থাকে না।

তেলেঙ্গানায় ক্ষমতায় আসার আগে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, মহালক্ষী স্কিমের অধীনে সেরাজ্যের মহিলাদের বিনামূল্যে বাসে চড়ানো হবে।

কিন্তু ভিন রাজ্যের মহিলা, যারা বিভিন্ন সূত্রে তেলেঙ্গানায় থাকেন, তারাও ফ্রিতে বাসে উঠছেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। তাই এবার থেকে আসল পরিচয়পত্র দেখাতে হবে।

এছাড়া ফ্রিতে বাসে চড়ার পর একটি জিরো টিকিট দেওয়া হচ্ছে মহিলাদের। সেটাও অনেকে নিতে অস্বীকার করছে। এই প্রবণতা আটকাতে বলা হয়েছে, যদি মহিলা যাত্রীরা জিরো টিকিট সংগ্রহ না করেন, তাহলে ৫০০ টাকা ফাইন দিতে হবে তাদের। তাছাড়া বাসকর্মীদেরও শাস্তি পেতে হবে।

উল্লেখ্য, মহালক্ষী স্কিমের অধীনে কংগ্রেস তেলেঙ্গানার মহিলাদের ফ্রিতে বাসে চড়ানোর পাশাপাশি মাসে ২৫০০ টাকা ও ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথমটি চালু হয়ে গেলেও বাকি দুইটির অপেক্ষায় রয়েছেন সেখানকার মহিলা ভোটাররা।