১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
প্রধানমন্ত্রীর ভ্রমণের পর থেকে লাক্ষাদ্বীপের সার্চ বেড়েছে ৩৪০০ শতাংশ, বলল অনলাইল ট্রাভেল কোম্পানি

সামিমা এহসানা
- আপডেট : ৮ জানুয়ারী ২০২৪, সোমবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়ে সমুদ্র সৈকতে ফটোশ্যুট করেছিলেন। সেই ছবি শেয়ার করার পর হৈ চৈ শুরু হয়েছে ঘরে বাইরে। প্রথমে মালদ্বীপের ৩ মন্ত্রীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্যের জেরে মালদ্বীপ–ভারত সম্পর্ক ভাবিয়েছে দুই দেশকে। অন্যদিকে প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর ভাবিয়েছে ভ্রমণ পিপাসুদেরকেও।
দেশের একটি বহুল পরিচিত অনলাইন ট্রাভেল কোম্পানি জানিয়েছে, প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফরের পর তাদের ওয়েবসাইটে লাক্ষাদ্বীপ নিয়ে আগ্রহ বেড়েছে মানুষের। আগের থেকে সার্চ বেড়েছে প্রায় ৩ হাজার ৪০০ শতাংশ।
প্রধানমন্ত্রীকে লাক্ষাদ্বীপের বিচে ঘুরতে দেখে অনেকেই এখন সেখানে যেতে চাইছে।
Tag :
MakeMyTrip MakeMyTrip observes 3400 per cent rise in Lakshadweep searches on their platform since PM visit প্রধানমন্ত্রীর ভ্রমণের পর থেকে লাক্ষাদ্বীপের সার্চ বেড়েছে ৩৪০০ শাতাংশ বলল অনলাইল ট্রাভেল কোম্পানি