১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফের জটিলতা টলিপাড়ায়, উৎসবের মরসুমে কাজ হারানোর আশঙ্কা কলাকুশলীদের
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার
- / 37
পুবের কলম ওয়েবডেস্কঃ টলিগঞ্জের শুটিং পাড়ায় ফের দুর্যোগের ঘনঘটা। আসন্ন উৎসবের মরসুমে কাজ হারানোর তীব্র আতঙ্কে ভুগছেন কলাকুশলীরা।
শুরু হয়েছে ফেডারেশন, প্রযোজক দ্বন্দ্ব। পারিশ্রমিক বাড়ানোর দাবিতে বেঁধেছে ঝামেলা।আগামী শনিবার ডাক দেওয়া হয়েছে বৈঠকের। সেখানেই সমাধান সূত্র খোঁজার চেষ্টা করা হবে।
বৈঠক যদি সফল হয় তবে কাজ ঠিকভাবে চলবে, কিন্তু তা না হলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকের কাজ। রুটিরুজি হারাবেন অনেকেই। ফেডারেশন অবশ্য এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ। সময় মত মিলছেনা পারিশ্রমিক । তার থেকেই চড়ছে ক্ষোভের পারদ।
Tag :
Again in Tolipara