১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আবার লাইনচ্যুত ট্রেন, এবার চারমিনার এক্সপ্রেসে আহত ৫

সামিমা এহসানা
- আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: এখনও ওড়িশার বাহানাগায় ট্রেন দূর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু ও হাজার জনের আহত হওয়ার স্মৃতি মোছেনি দেশবাসীর মন থেকে। এরই মধ্যে বুধবার সকাল ৯.১৫ নাগাদ হায়দরাবাদের নামপল্লি স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়ে চারমিনার এক্সপ্রেসের ৩ টি বগি।
এই ঘটনায় খুব বেশি ক্ষয়ক্ষতি হা হলেও ৫ জন আহত হয়েছে। স্থানীয় রেল হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। ট্রেনের দরজার কাছে যারা দাঁড়িয়ে ছিলেন, তারাই আহত হয়েছেন বলে জনানো হয়েছে। ওড়িশার দূর্ঘটনার পর থেকে আরও বেশ কয়েকটি জায়গায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রেলের নিরাপত্তা নিয়ে সরকারের মনোভাব আরও ইতিবাচক হওয়া উচিত বলে মনে করছেন অনেকেই।
Tag :
3 coaches of Charminar Express derail at Nampally station in Telangana at least 5 injured আবার লাইনচ্যুত ট্রেন এবার চারমিনার এক্সপ্রেসে আহত ৫