০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘ধন্যবাদ কানাডা’ সরকার গঠনের পথে ট্রুডো

  • সুস্মিতা
  • আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 67

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফেডারেল বা সাধারণ নির্বাচনে জয় পেয়েছে জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। নির্বাচনে তার দলের জয়ের পর দেশবাসীকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন তিনি। ভোটে জয়ের খবরে এক বক্তব্যে জাস্টিন ট্রুডো একে ‘ক্লিয়ার ম্যান্ডেট’ বলে উল্লেখ করেছেন। ট্রুডো বলেন, ‘ধন্যবাদ– কানাডা। ভোট দেওয়ার জন্য। লিবারেল পার্টিতে আপনার আস্থা রাখার জন্য। একটি উজ্জ্বল ভবিষ্যৎ বেছে নেওয়ার জন্য। আমরা কোভিডের বিরুদ্ধে লড়াই শেষ করতে যাচ্ছি এবং আমরা কানাডাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শেষপর্যন্ত দ্য লিবারেল পার্টি ১৫৮টি আসন নিশ্চিত করেছে। এটি ২০১৯ সালের নির্বাচনে জেতা আসনের চাইতে একটু বেশি এবং হাউজ অফ কমন্সে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য যে ১৭০টি আসন প্রয়োজন ছিল– তার চেয়ে ১৪টি আসন কম। রক্ষণশীলরা ১১৯টি আসনে জয়ী হয়েছে। বামপন্থী নিউ ডেমোক্র্যাটরা পেয়েছে ২৫টি আসন এবং ব্লক কিওবেকস-এর আসন সংখ্যা ৩৪। গ্রিনস পার্টি পেয়েছে মাত্র দু’টি আসন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ধন্যবাদ কানাডা’ সরকার গঠনের পথে ট্রুডো

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফেডারেল বা সাধারণ নির্বাচনে জয় পেয়েছে জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। নির্বাচনে তার দলের জয়ের পর দেশবাসীকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন তিনি। ভোটে জয়ের খবরে এক বক্তব্যে জাস্টিন ট্রুডো একে ‘ক্লিয়ার ম্যান্ডেট’ বলে উল্লেখ করেছেন। ট্রুডো বলেন, ‘ধন্যবাদ– কানাডা। ভোট দেওয়ার জন্য। লিবারেল পার্টিতে আপনার আস্থা রাখার জন্য। একটি উজ্জ্বল ভবিষ্যৎ বেছে নেওয়ার জন্য। আমরা কোভিডের বিরুদ্ধে লড়াই শেষ করতে যাচ্ছি এবং আমরা কানাডাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শেষপর্যন্ত দ্য লিবারেল পার্টি ১৫৮টি আসন নিশ্চিত করেছে। এটি ২০১৯ সালের নির্বাচনে জেতা আসনের চাইতে একটু বেশি এবং হাউজ অফ কমন্সে সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য যে ১৭০টি আসন প্রয়োজন ছিল– তার চেয়ে ১৪টি আসন কম। রক্ষণশীলরা ১১৯টি আসনে জয়ী হয়েছে। বামপন্থী নিউ ডেমোক্র্যাটরা পেয়েছে ২৫টি আসন এবং ব্লক কিওবেকস-এর আসন সংখ্যা ৩৪। গ্রিনস পার্টি পেয়েছে মাত্র দু’টি আসন।