১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘বাবর রোড’ নামে আপত্তি হিন্দু সেনার, গায়ের জোরে সাইনবোর্ডে লিখে দেওয়া হল ‘অযোধ্যা মার্গ’

সামিমা এহসানা
  • আপডেট : ২০ জানুয়ারী ২০২৪, শনিবার
  • / 11

পুবের কলম ওয়েব ডেস্ক: ধরাকে সরা জ্ঞান করছে কট্টর হিন্দুত্ববাদীরা। অযোধ্যার বাবরির জায়গায় রাম মন্দির নির্মাণ হয়েছে বলে, দেশের সব প্রান্ত তারা গেরুয়া রঙে রাঙিয়ে দিতে চাইছে। সেন্ট্রাল দিল্লির ঐতিহাসিক বাবর রোডের নাম এবার পাল্টে অযোধ্যা মার্গ রাখতে চাইছে কট্টরবাদীরা। সেই উদ্দেশ্যে শনিবার বাবর রোডের একটি সাইনবোর্ড বিকৃত করেছে গেরুয়াপন্থী সংগঠন হিন্দু সেনা। এই গেরুয়া সংগঠনের কর্মীরা বাবর রোড লেখা সাইনবোর্ডের উপর অযোধ্যা মার্গ লেখা একটি কাগজ সাঁটিয়ে দেয়। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন মাঠে নামে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের আধিকারিকরা। সাইনবোর্ডটি ঠিক করে দেওয়া হবে বলে জানায় তারা। এমন কাজের জন্য মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়।

দূর্ভাগ্যজনকভাবে এই নক্ক্যারজনক কাণ্ডের পর গা ঢাকা দেয়নি দুষ্কৃতীরা। বরং হিন্দু সেনার পক্ষ থেকে জোর গলায় দাবি করা হয়েছে, তারা এটাই চায়। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্তা বলেন, তাদের সংগঠন দীর্ঘদিন ধরে বাবর রোডের নাম পরিবর্তনের জন্য দাবি করে আসছে।

বিজেপি–আরএসএস নেতারা বারবার গণতন্ত্রের ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার হুমকি দিয়েছে। কট্টর হিন্দুত্ববাদীরা তাদের নেতাদের দেখানো স্বপ্নে বুঁদ হয়েই এমন কাজ করছে বলে মনে করছে অনেকে।

হিন্দু সেনা তবুও একটি সংগঠন। তাদের ক্ষমতাও সীমিত। যে কাজ হিন্দু সেনা করেছে, সেই কাজ শিখিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার। গত দশ বছরে দফায় দফায় এভাবে নাম পরিবর্তনের খেলায় মেতেছে তারা। ইসলামিক ইতিহাসে বারবার আঘাত দেওয়ার চেষ্টা চলেছে। কখনও মুঘল ইতিহাস মুছে গেছে বই থেকে কখনও বা মুঘলসরাই জাংশন বদলে হয়েছে দীন দয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘বাবর রোড’ নামে আপত্তি হিন্দু সেনার, গায়ের জোরে সাইনবোর্ডে লিখে দেওয়া হল ‘অযোধ্যা মার্গ’

আপডেট : ২০ জানুয়ারী ২০২৪, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ধরাকে সরা জ্ঞান করছে কট্টর হিন্দুত্ববাদীরা। অযোধ্যার বাবরির জায়গায় রাম মন্দির নির্মাণ হয়েছে বলে, দেশের সব প্রান্ত তারা গেরুয়া রঙে রাঙিয়ে দিতে চাইছে। সেন্ট্রাল দিল্লির ঐতিহাসিক বাবর রোডের নাম এবার পাল্টে অযোধ্যা মার্গ রাখতে চাইছে কট্টরবাদীরা। সেই উদ্দেশ্যে শনিবার বাবর রোডের একটি সাইনবোর্ড বিকৃত করেছে গেরুয়াপন্থী সংগঠন হিন্দু সেনা। এই গেরুয়া সংগঠনের কর্মীরা বাবর রোড লেখা সাইনবোর্ডের উপর অযোধ্যা মার্গ লেখা একটি কাগজ সাঁটিয়ে দেয়। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন মাঠে নামে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের আধিকারিকরা। সাইনবোর্ডটি ঠিক করে দেওয়া হবে বলে জানায় তারা। এমন কাজের জন্য মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়।

দূর্ভাগ্যজনকভাবে এই নক্ক্যারজনক কাণ্ডের পর গা ঢাকা দেয়নি দুষ্কৃতীরা। বরং হিন্দু সেনার পক্ষ থেকে জোর গলায় দাবি করা হয়েছে, তারা এটাই চায়। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্তা বলেন, তাদের সংগঠন দীর্ঘদিন ধরে বাবর রোডের নাম পরিবর্তনের জন্য দাবি করে আসছে।

বিজেপি–আরএসএস নেতারা বারবার গণতন্ত্রের ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার হুমকি দিয়েছে। কট্টর হিন্দুত্ববাদীরা তাদের নেতাদের দেখানো স্বপ্নে বুঁদ হয়েই এমন কাজ করছে বলে মনে করছে অনেকে।

হিন্দু সেনা তবুও একটি সংগঠন। তাদের ক্ষমতাও সীমিত। যে কাজ হিন্দু সেনা করেছে, সেই কাজ শিখিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার। গত দশ বছরে দফায় দফায় এভাবে নাম পরিবর্তনের খেলায় মেতেছে তারা। ইসলামিক ইতিহাসে বারবার আঘাত দেওয়ার চেষ্টা চলেছে। কখনও মুঘল ইতিহাস মুছে গেছে বই থেকে কখনও বা মুঘলসরাই জাংশন বদলে হয়েছে দীন দয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন।