১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
‘মুহুর্ত ডেলিভারি’, মন্দির উদ্বোধনের সময় পরিকল্পিতভাবে সন্তানের জন্ম দিলেন আইটি কর্মী

সামিমা এহসানা
- আপডেট : ২২ জানুয়ারী ২০২৪, সোমবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষীকির দিনেই সিজেরিয়ান ডেলিভারি হওয়ার কথা ছিল মহারাষ্ট্রের থানের এক অন্তঃসত্ত্বার। কিন্তু জেদ করেছিলেন হবু মা। চিকিৎসককে তিনি জানিয়ে দেন, রাম মন্দির উদ্বোধনের দিনেই মা হতে চান তিনি। যাতে তার সন্তান লর্ড রামের গুণাবলী নিয়ে জন্মায়। শেষমেষ রাজিও হয়ে যান চিকিৎসক। থানের একটি হাসপাতালে সোমবার দুপুর সাড়ে বারোটায় পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
ওই মহিলা থানেরই বাসিন্দা। বয়স ৪২ বছর। আইটি ফার্মে কর্মরতা তিনি। মুহুর্ত ডেলিভারির জন্য দেশ জুড়ে বহু অন্তঃসত্ত্বা আবেদন করেছিলেন। যাতে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার মুহুর্তেই তারা সন্তানের জন্ম দিতে পারেন।
Tag :
Woman delivers baby boy at Thane hospital as part of muhurat delivery on Ram idol consecration মন্দির উদ্বোধনের সময় পরিকল্পিতভাবে সন্তানের জন্ম দিলেন আইটি কর্মী মুহুর্ত ডেলিভারি