০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শাহরুখ পুত্রের কাছ থেকে ঘুষ চাওয়া সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ইডির মামলা

সামিমা এহসানা
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার
  • / 7

পুবের কলম ওয়েব ডেস্ক: শাহরুখ পুত্র আরিয়ান খানের নাম জড়িয়েছিল ড্রাগস মামলায়। কিন্তু পরে তাকে ক্লিন চিটও দেওয়া হয়। ২০২১ সালে যখন ড্রাগস পাচার মামলায় আরিয়ানের নাম উঠে আসে। সেই সময় মামলা থেকে মুক্ত করার জন্য ২৫ কোটি টাকা ঘুঁষ হিসেবে চাওয়া হয়েছিল শাহরুখের খানের পরিবারের কাছ থেকে। আর এই অভিযোগ তোলা হয়েছিল সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। ঘটনার তদন্ত করতে গিয়ে মুম্বই এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ইডি। তিনি একজন আইআরএস আধিকারিক। পিএমএলএ–র অধীনে মামলা দায়ের করা হয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল বিউরোর আরও কয়েকজন আধিকারিককে তলব করা হয়েছে। সমীর ওয়াংখেড়ে আগাম রক্ষাকবচ চাইতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

উল্লৈখ্য, শাহরুখ পুত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর চার্জশিট ফাইল করা হয়। তখন দেখা যায় আরিয়ানের কোনও দোষ নেই। তদন্ত চলাকালীন এক নিরপেক্ষ সাক্ষী জানায়, সমীর ওয়াংখেড়ে ও কয়েকজন আধিকারিক মিলে ২৫ কোটি টাকা চেয়েছিল। তারপর নার্কোটিক্স কন্ট্রোল বিউরোর পক্ষ থেকে অন্তবর্তী তদন্ত শুরু করা হয়। সমীরকে দোষী পেয়ে সেইসব তথ্য তুলে দেওয়া হয় সিবিআইকে। এরপর অর্থ তছরুপের মামলা দায়ের করে ইডি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শাহরুখ পুত্রের কাছ থেকে ঘুষ চাওয়া সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ইডির মামলা

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: শাহরুখ পুত্র আরিয়ান খানের নাম জড়িয়েছিল ড্রাগস মামলায়। কিন্তু পরে তাকে ক্লিন চিটও দেওয়া হয়। ২০২১ সালে যখন ড্রাগস পাচার মামলায় আরিয়ানের নাম উঠে আসে। সেই সময় মামলা থেকে মুক্ত করার জন্য ২৫ কোটি টাকা ঘুঁষ হিসেবে চাওয়া হয়েছিল শাহরুখের খানের পরিবারের কাছ থেকে। আর এই অভিযোগ তোলা হয়েছিল সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। ঘটনার তদন্ত করতে গিয়ে মুম্বই এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ইডি। তিনি একজন আইআরএস আধিকারিক। পিএমএলএ–র অধীনে মামলা দায়ের করা হয়েছে। নার্কোটিক্স কন্ট্রোল বিউরোর আরও কয়েকজন আধিকারিককে তলব করা হয়েছে। সমীর ওয়াংখেড়ে আগাম রক্ষাকবচ চাইতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

উল্লৈখ্য, শাহরুখ পুত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর চার্জশিট ফাইল করা হয়। তখন দেখা যায় আরিয়ানের কোনও দোষ নেই। তদন্ত চলাকালীন এক নিরপেক্ষ সাক্ষী জানায়, সমীর ওয়াংখেড়ে ও কয়েকজন আধিকারিক মিলে ২৫ কোটি টাকা চেয়েছিল। তারপর নার্কোটিক্স কন্ট্রোল বিউরোর পক্ষ থেকে অন্তবর্তী তদন্ত শুরু করা হয়। সমীরকে দোষী পেয়ে সেইসব তথ্য তুলে দেওয়া হয় সিবিআইকে। এরপর অর্থ তছরুপের মামলা দায়ের করে ইডি।