পুবের কলম, ওয়েবডেস্ক: ফের আইনি জটিলতায় বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁকে আয়করের ৫০ কোটি টাকা দিতে হবে বলে জানিয়ে দিল বাংলাদেশের হাইকোর্ট। এই নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে আপিল করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তবে তার আবেদনে সাড়া দেয়নি আদালত। হাইকোর্ট জানিয়েছে, আইন অনুযায়ী যেটা দেওয়া সেটাই দিতে হবে মুহাম্মদ ইউনূসকে। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের ১ হাজার ১০০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস বলে অভিযোগ ওঠে। সেই মামলায় সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সোমবার গ্রামীণ টেলিকমের রিট আবেদন খারিজ করে দিয়েছে আদালতের এই বেঞ্চ। সেই সঙ্গে গ্রামীণ টেলিকমকে নিয়ম অনুযায়ী দাবি করা আয়করের ২৫ শতাংশ টাকা আগে জমা দিয়ে এরপর এনবিআরের বিরুদ্ধে আপিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ফের আইনি জটিলতায় বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ, ৫০ কোটি টাকা দেওয়ার নির্দেশ কোর্টের
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
- 116
ট্যাগ :
Bangladesh's Nobel laureate economist Dr Muhammad Yunus Nobel Laureate Muhammad Yunus Nobel Peace Prize
সর্বধিক পাঠিত






















