১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভিড়ের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে ডিম ছুড়ে মারল এক ব্যক্তি


পুবের কলম, ওয়েবডেস্কঃ চড়ের পরে এবার ডিম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এবার ডিম ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। এর আগে একবার গত জুন মাসে ইমানুয়েল ম্যাক্রোকে ভিড়ের মধ্যে চড় মারেন এক ব্যক্তি। এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটল। সোমবার দেশটির লিঁওতে একটি ফুড ইভেন্টে অংশ নেন ম্যাক্রো। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ডিমটি ম্যাক্রোর কাঁধে এসে লাগে। তারপর মাটিতে পড়ে ভেঙে যায়। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, পরবর্তী কোনও সময়ে তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। ফরাসি পাবলিবেশন লিঁও ম্যাগ এর সাংবাদিক ফ্লোরেন্স লাগো এই ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হচ্ছে। সেটি আঘাত করা হচ্ছে। তবে এই ঘটনার পিছনে কে বা কারা আছে, সেই সম্পর্কে কিছু স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। সাংবাদিক লাগো বলেছেন, তিনি একজন তরুণকে ডিমটি নিক্ষেপ করতে দেখেছেন।
ঘটনার সময় প্রেসিডেন্টের পাশে ছিলেন ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদের মুখপাত্র। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ওই ইভেন্ট চলাকালী চারিদিকে প্রায় দুই ঘণ্টা ধরে হাঁটছিলেন। সেই সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সব কিছুই ঠিক ঠাক চলছিল। তার পর হঠাৎ এই ঘটনা। তবে এই ঘটনা প্রেসিডেন্টের হাঁটাকে থামাতে পারেনি। আমি প্রেসিডেন্টের পাশেই ছিলাম।’
এর আগে ২০১৭ সালে একই ঘটনা ঘটে ইমানুয়েল ম্যাক্রো’র সঙ্গে। সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। তখন তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।

আরও পড়ুন: রবিবার সকাল থেকেই মিলবে মেট্রো, ইংরেজি বর্ষবরণের ভিড়ের সামাল দিতেই এই সিদ্ধান্ত
সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভিড়ের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্টকে ডিম ছুড়ে মারল এক ব্যক্তি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার


পুবের কলম, ওয়েবডেস্কঃ চড়ের পরে এবার ডিম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এবার ডিম ছুঁড়ে মারলেন এক ব্যক্তি। এর আগে একবার গত জুন মাসে ইমানুয়েল ম্যাক্রোকে ভিড়ের মধ্যে চড় মারেন এক ব্যক্তি। এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা ঘটল। সোমবার দেশটির লিঁওতে একটি ফুড ইভেন্টে অংশ নেন ম্যাক্রো। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ডিমটি ম্যাক্রোর কাঁধে এসে লাগে। তারপর মাটিতে পড়ে ভেঙে যায়। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, পরবর্তী কোনও সময়ে তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। ফরাসি পাবলিবেশন লিঁও ম্যাগ এর সাংবাদিক ফ্লোরেন্স লাগো এই ঘটনার একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হচ্ছে। সেটি আঘাত করা হচ্ছে। তবে এই ঘটনার পিছনে কে বা কারা আছে, সেই সম্পর্কে কিছু স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। সাংবাদিক লাগো বলেছেন, তিনি একজন তরুণকে ডিমটি নিক্ষেপ করতে দেখেছেন।
ঘটনার সময় প্রেসিডেন্টের পাশে ছিলেন ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদের মুখপাত্র। তিনি বলেছেন, ‘প্রেসিডেন্ট ওই ইভেন্ট চলাকালী চারিদিকে প্রায় দুই ঘণ্টা ধরে হাঁটছিলেন। সেই সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সব কিছুই ঠিক ঠাক চলছিল। তার পর হঠাৎ এই ঘটনা। তবে এই ঘটনা প্রেসিডেন্টের হাঁটাকে থামাতে পারেনি। আমি প্রেসিডেন্টের পাশেই ছিলাম।’
এর আগে ২০১৭ সালে একই ঘটনা ঘটে ইমানুয়েল ম্যাক্রো’র সঙ্গে। সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছিল। তখন তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন।

আরও পড়ুন: রবিবার সকাল থেকেই মিলবে মেট্রো, ইংরেজি বর্ষবরণের ভিড়ের সামাল দিতেই এই সিদ্ধান্ত