১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নকল করা যাবে না! আদেশ শুনে ভয়ে পরীক্ষা এড়াল ৩ লক্ষ পড়ুয়া

সামিমা এহসানা
  • আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 56

পুবের কলম ওয়েব ডেস্ক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে উত্তরপ্রদেশে। এতদিন যে যার মত করে নকল করেছে পরীক্ষায়। এবারে সেখানকার শিক্ষা মন্ত্রকের নির্দেশ ছিল, কোনওভাবেই যেন নকল না করতে পারে পড়ুয়ারা। তার জন্যে বিপুল আয়োজন করা হয়েছে। বসানপ হয়েছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষার হলে পর্যবেক্ষক হিসেবে থাকবেন যে শিক্ষকরা, তাদের জন্য বারকোড সহ আই কার্ডের ব্যবস্থাও করা হয়। এই কড়াকড়ির কথা ছড়িয়ে পড়তে পরীক্ষার প্রথমদিন হাজিরই হল না ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪১ জন পড়ুয়া। নকল না করে পরীক্ষায় পাশ করা সম্ভব নয় ভেবেই পরীক্ষা এড়িয়ে গেছে তারা বলে খবর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নকল করা যাবে না! আদেশ শুনে ভয়ে পরীক্ষা এড়াল ৩ লক্ষ পড়ুয়া

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে উত্তরপ্রদেশে। এতদিন যে যার মত করে নকল করেছে পরীক্ষায়। এবারে সেখানকার শিক্ষা মন্ত্রকের নির্দেশ ছিল, কোনওভাবেই যেন নকল না করতে পারে পড়ুয়ারা। তার জন্যে বিপুল আয়োজন করা হয়েছে। বসানপ হয়েছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষার হলে পর্যবেক্ষক হিসেবে থাকবেন যে শিক্ষকরা, তাদের জন্য বারকোড সহ আই কার্ডের ব্যবস্থাও করা হয়। এই কড়াকড়ির কথা ছড়িয়ে পড়তে পরীক্ষার প্রথমদিন হাজিরই হল না ৩ লক্ষ ৩৩ হাজার ৫৪১ জন পড়ুয়া। নকল না করে পরীক্ষায় পাশ করা সম্ভব নয় ভেবেই পরীক্ষা এড়িয়ে গেছে তারা বলে খবর।