নয়াদিল্লি, ২ মার্চ: দিল্লি ও উত্তরপ্রদেশের কানপুরে আইকর হানা। এক ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হানা দেয় আইকর দফতরের আধিকারিকরা। ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমান নগদ টাকা এবং সোনা। গত তিনদিন ধরে ওই প্রতিষ্ঠানে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে আইটি আধিকারিকরা। জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা কেকে মিশ্রার তামাতজাত প্রতিষ্ঠানের হানা দেয় আইটি। তাঁর প্রতিষ্ঠানটি কানপুরে রয়েছে। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে চার কোটি নগদ টাকা উদ্ধার করেছে আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে, ৩ কোটি টাকার সোনার অলঙ্কার। যদিও নগদ টাকা এবং সোনা মিশ্রার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও, গত শুক্রবার ৬০ কোটি মূল্যের বেশ কয়েকটি দামী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ নথির খোঁজে তাঁর কানপুরের প্রতিষ্ঠানেও হানা দেয় আয়কর দফতর। যেখানে ওই ব্যক্তির বার্ষিক আয় ২০ থেকে ২৫ কোটি টাকা। সেখানে এত বিপুল টাকার উৎস কি! তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আইটি।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দিল্লির ব্যবসায়ীর বাড়িতে আইটি হানায় উদ্ধার বিপুল টাকা, বাজেয়াপ্ত ৬০ কোটির গাড়িও
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২ মার্চ ২০২৪, শনিবার
- 78
ট্যাগ :
Business Man K K Mishra Diamond watches and jewellery IT Raid on K K Mishra House Lamborghini Porsche Rolls Royce seized Tobacco tycoon raided worth Rs 9.5 crore found
সর্বধিক পাঠিত



















