০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০ হাজার টাকায় পুজোর লেবু কিনলেন ভক্ত

সামিমা এহসানা
  • আপডেট : ১১ মার্চ ২০২৪, সোমবার
  • / 72

পুবের কলম ওয়েব ডেস্ক: একটি পাতি লেবু, যার দাম মেরে কেটে ৪ টাকা। সেই লেবুই নগদ ২০ হাজার টাকা দিয়ে কিনলেন এক ভক্ত। তামিলনাড়ুর শিবগিরির কাছে  পালান্থিনি কারুপানা এশ্বরার মন্দিরে শিবরাত্রির পুজো হয় প্রতি বছর। পুজোর পরে পুজোয় ব্যবহার করা সামগ্রী নিলামে বিক্রি করা হয়। সেটা চাল হোক বা রুপো। আর সেই সামগ্রী হাজার হাজার টাকা দিয়ে কেনেন ভক্তরা। তাদের দৃঢ় বিশ্বাস, এই পুজোয় ব্যবহার করা সামগ্রী ঘরে রাখলে মনের আশা পূর্ণ হয়। খুব শীঘ্রি কোনও সুংসবাদ পাওয়া যায়। ওই পাতি লেবু ২০ হাজার টাকার বিনময়ে বাড়ি নিয়ে গেছেন, মোদাকুরিচির বাসিন্দা এস আর রবি। একটি রুপোর আঙটি ১৪ হাজার ১০০ টাকা দিয়ে কিনেছেন এস এন স্বামীনাথন নামে এক ব্যক্তি। তিনি চায়ের দোকানের মালিক। তার বক্তব্য, এই মন্দিরের পুজো সামগ্রী ঘরে রাখলে সৌভাগ্য ধরা দেবে। প্রি বছরই পুজো শেষে এভাবে নিলামে বিক্রি করা হয় ওই মন্দিরের পূজা সামগ্রী।

 

আরও পড়ুন: নিলামে উঠল চিনের সর্বশেষ সম্রাটের ঘড়ি, দাম শুনলে চমকে যাবেন

আরও পড়ুন: অবাধ নিলাম মেয়েদের!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০ হাজার টাকায় পুজোর লেবু কিনলেন ভক্ত

আপডেট : ১১ মার্চ ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: একটি পাতি লেবু, যার দাম মেরে কেটে ৪ টাকা। সেই লেবুই নগদ ২০ হাজার টাকা দিয়ে কিনলেন এক ভক্ত। তামিলনাড়ুর শিবগিরির কাছে  পালান্থিনি কারুপানা এশ্বরার মন্দিরে শিবরাত্রির পুজো হয় প্রতি বছর। পুজোর পরে পুজোয় ব্যবহার করা সামগ্রী নিলামে বিক্রি করা হয়। সেটা চাল হোক বা রুপো। আর সেই সামগ্রী হাজার হাজার টাকা দিয়ে কেনেন ভক্তরা। তাদের দৃঢ় বিশ্বাস, এই পুজোয় ব্যবহার করা সামগ্রী ঘরে রাখলে মনের আশা পূর্ণ হয়। খুব শীঘ্রি কোনও সুংসবাদ পাওয়া যায়। ওই পাতি লেবু ২০ হাজার টাকার বিনময়ে বাড়ি নিয়ে গেছেন, মোদাকুরিচির বাসিন্দা এস আর রবি। একটি রুপোর আঙটি ১৪ হাজার ১০০ টাকা দিয়ে কিনেছেন এস এন স্বামীনাথন নামে এক ব্যক্তি। তিনি চায়ের দোকানের মালিক। তার বক্তব্য, এই মন্দিরের পুজো সামগ্রী ঘরে রাখলে সৌভাগ্য ধরা দেবে। প্রি বছরই পুজো শেষে এভাবে নিলামে বিক্রি করা হয় ওই মন্দিরের পূজা সামগ্রী।

 

আরও পড়ুন: নিলামে উঠল চিনের সর্বশেষ সম্রাটের ঘড়ি, দাম শুনলে চমকে যাবেন

আরও পড়ুন: অবাধ নিলাম মেয়েদের!