০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টানা বৃষ্টিপাতে অজয় নদীর স্রোতে তলিয়ে গেলে ট্রাক্টর, সেতুর নির্মাণ সামগ্রী অংশ

  • সুস্মিতা
  • আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 56

দেবশ্রী মজুমদার, বোলপুর: টানা বৃষ্টিপাতের জেরে অজয় নদীর স্রোতে তলিয়ে গেলে ট্রাক্টর এবং সেতুর নির্মাণ সামগ্রী অংশ। বীরভূম বর্ধমান যোগাযোগের সংযোগস্থল এই অজয় নদীর সেতু। সেই সেতুর নব নির্মিত কিছু অংশ ভেঙে তলিয়ে যায় এদিন।
পাশাপাশি, সেতুর জন‍্য লোহার তৈরি পরিকাঠামো জলের তোড়ে ভেসে যায়।
জেলা সেচ দফতর থেকে জানা যায় যে, ঝাড়খণ্ড অবস্থিত অজয় নদীতে জলোচ্ছ্বাসের কারণ, শিকাটিয়া জলাধার থেকে ১ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
সে কারণে ইলামবাজার এলাকার বীরভূম ও বর্ধমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এমনকী ইলামবাজার থানার তরফে, অজয় সেতুর দুই প্রান্তে সিভিক ভলেন্টিয়ার পুলিস মোতায়ন করা হয়েছে।
বীরভূম জেলা জেলা শাসক বিধান রায় জানান, বীরভূম সমস্ত নদী গুলোতে জলোস্ফীতি হলেও বিপদের কোনো সম্ভাবনা নেই।তবে ডিজাস্টার ম্যানেজমেন্ট তৈরি আছে। যে কোনো পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা টিম কাজ করতে প্রস্তুত।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টানা বৃষ্টিপাতে অজয় নদীর স্রোতে তলিয়ে গেলে ট্রাক্টর, সেতুর নির্মাণ সামগ্রী অংশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

দেবশ্রী মজুমদার, বোলপুর: টানা বৃষ্টিপাতের জেরে অজয় নদীর স্রোতে তলিয়ে গেলে ট্রাক্টর এবং সেতুর নির্মাণ সামগ্রী অংশ। বীরভূম বর্ধমান যোগাযোগের সংযোগস্থল এই অজয় নদীর সেতু। সেই সেতুর নব নির্মিত কিছু অংশ ভেঙে তলিয়ে যায় এদিন।
পাশাপাশি, সেতুর জন‍্য লোহার তৈরি পরিকাঠামো জলের তোড়ে ভেসে যায়।
জেলা সেচ দফতর থেকে জানা যায় যে, ঝাড়খণ্ড অবস্থিত অজয় নদীতে জলোচ্ছ্বাসের কারণ, শিকাটিয়া জলাধার থেকে ১ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
সে কারণে ইলামবাজার এলাকার বীরভূম ও বর্ধমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এমনকী ইলামবাজার থানার তরফে, অজয় সেতুর দুই প্রান্তে সিভিক ভলেন্টিয়ার পুলিস মোতায়ন করা হয়েছে।
বীরভূম জেলা জেলা শাসক বিধান রায় জানান, বীরভূম সমস্ত নদী গুলোতে জলোস্ফীতি হলেও বিপদের কোনো সম্ভাবনা নেই।তবে ডিজাস্টার ম্যানেজমেন্ট তৈরি আছে। যে কোনো পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা টিম কাজ করতে প্রস্তুত।