০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রযুক্তির হাত ধরেই বিজ্ঞান গবেষণায় বাড়ছে পড়ুয়াদের আগ্রহ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
  • / 13

পুবের কলম প্রতিবেদক: বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ওরা বর্তমানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। আর এই সব পড়ুয়াদেরই কেউ আবিস্কার করে ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরীক্ষার খাতা দেখার সহজ পদ্ধতি, আবার কেউ বের করে ফেলেছে স্টেডিয়ামে খেলা চলাকালীন আচমকা বৃষ্টি শুরু হলে সেই বৃষ্টি রোধের উপায়। আবার কেউ অটিজম রোগের প্রতিবন্ধকতাকে জয় করে তৈরি করছে শৌখিন হস্তশিল্প সামগ্রী। সব মিলিয়ে আক্ষরিক অর্থেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল একখানা গবেষণাগার।

সম্প্রতি কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম)-এর উদ্যোগে এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা, রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালি, ও স্মার্ট সোসাইটি ইউএসএ এবং কানাডা-এর সহযোগিতায় অনুষ্ঠিত হল সৃষ্টিমুলক বার্ষিক অনুষ্ঠান ইনোভাশিও-২০২৪।

প্রযুক্তির হাত ধরেই বিজ্ঞান গবেষণায় বাড়ছে পড়ুয়াদের আগ্রহ

ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট নামক কলকাতার ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তি উৎসবে সামিল হয়েছিল কলকাতার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিনের অনুষ্ঠানে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি রাজ্যের পড়ুয়াদের আগ্রহের পাশাপাশি বিভিন্ন মডেল সামগ্রীর প্রদর্শন ছিল নজর কাড়া। এছাড়াও কয়েকটি স্টলে নিজেদের মডেল নিয়ে হাজির ছিল বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারাও।

টেক ফেস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনীশ সরকার, আইপিএস, ডিসিপি, বিধাননগর জোন, এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকার, রাজ্যের তথ্য-প্রযুক্তি বিভাগের আধিকারিক  জিশান খান, রাজ্যের তথ্য-প্রযুক্তি বিভাগের সিনিয়র ডেপুটি সেক্রেটারি দেবাশীষ চৌধুরী, আইইএম-এর ডিরেক্টর ড. সত্যজিৎ চক্রবর্তী সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ বহু বিশিষ্টজন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রযুক্তির হাত ধরেই বিজ্ঞান গবেষণায় বাড়ছে পড়ুয়াদের আগ্রহ

আপডেট : ১৪ মার্চ ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে ওরা বর্তমানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। আর এই সব পড়ুয়াদেরই কেউ আবিস্কার করে ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরীক্ষার খাতা দেখার সহজ পদ্ধতি, আবার কেউ বের করে ফেলেছে স্টেডিয়ামে খেলা চলাকালীন আচমকা বৃষ্টি শুরু হলে সেই বৃষ্টি রোধের উপায়। আবার কেউ অটিজম রোগের প্রতিবন্ধকতাকে জয় করে তৈরি করছে শৌখিন হস্তশিল্প সামগ্রী। সব মিলিয়ে আক্ষরিক অর্থেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল একখানা গবেষণাগার।

সম্প্রতি কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম)-এর উদ্যোগে এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা, রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালি, ও স্মার্ট সোসাইটি ইউএসএ এবং কানাডা-এর সহযোগিতায় অনুষ্ঠিত হল সৃষ্টিমুলক বার্ষিক অনুষ্ঠান ইনোভাশিও-২০২৪।

প্রযুক্তির হাত ধরেই বিজ্ঞান গবেষণায় বাড়ছে পড়ুয়াদের আগ্রহ

ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট নামক কলকাতার ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তি উৎসবে সামিল হয়েছিল কলকাতার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিনের অনুষ্ঠানে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি রাজ্যের পড়ুয়াদের আগ্রহের পাশাপাশি বিভিন্ন মডেল সামগ্রীর প্রদর্শন ছিল নজর কাড়া। এছাড়াও কয়েকটি স্টলে নিজেদের মডেল নিয়ে হাজির ছিল বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারাও।

টেক ফেস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনীশ সরকার, আইপিএস, ডিসিপি, বিধাননগর জোন, এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকার, রাজ্যের তথ্য-প্রযুক্তি বিভাগের আধিকারিক  জিশান খান, রাজ্যের তথ্য-প্রযুক্তি বিভাগের সিনিয়র ডেপুটি সেক্রেটারি দেবাশীষ চৌধুরী, আইইএম-এর ডিরেক্টর ড. সত্যজিৎ চক্রবর্তী সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ বহু বিশিষ্টজন।