০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নীতীশকে বড় ধাক্কা, জেডিইউ ছাড়লেন ৪ বারের সাংসদ ফাতমি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার
  • / 5

পুবের কলম,ওয়েবডেস্ক:  নির্বাচন কমিশন লোকসভা ভোটের দামামা বাজানোর দু’দিন পরেই নীতীশ শিবিরে কাঁপন ধরিয়ে দলের সব পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়লেন জেডিইউ জাতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি আশরাফ ফাতমি। লোকসভা নির্বাচনে ক’দিন আগেই দলের ভালো ফলের আশাতেই শিবির বদলে এনডিএ-তে যোগ দিয়েছেন নীতীশ কুমার। সদ্য পদত্যাগী জেডিইউ নেতা আশরাফ ফাতমি আরজেডিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। এর আগেও তিনি আরজেডি থেকে দারভাঙ্গা আসন থেকে সাংসদ হয়েছেন। রাজনৈতিক মহলে খবর, ফাতমি আরজেডি নেতৃত্বের কাছে প্রস্তাব দিয়েছেন মিথিলাঞ্চলের দারভাঙ্গা বা মধুবনী লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

ইস্তফা পত্রে ফাতমি লিখেছেন, নৈতিক মূল্যবোধ রক্ষায় জনতা দল ইউনাইটেডের সব ™দসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। পাঁচ বছর আগে জেডিইউতে যোগ দিয়েছিলেন আলি আশরাফ ফাতমি।

জেডিইউ-এ যোগ দেওয়ার সময় তিনি বলেছিলেন, বিহারে শুধুমাত্র জেডিইউ-ই সংখ্যালঘুদের স্বার্থের কথা ভাবে। জেডিইউতে যোগ দেওয়ার আগে ফাতমিকে আরজেডি সাসপেন্ড করা হয়েছিল। ফাতমি মনমোহন সরকারে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। ফাতমি চারবারের জয়ী সাংসদ। চারবারই দারভাঙ্গা থেকেই চার বার জয়ী হয়েছিলেন। ফাতমির ছেলে ফারাজ ফাতমি ২০১৫-য় বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নীতীশকে বড় ধাক্কা, জেডিইউ ছাড়লেন ৪ বারের সাংসদ ফাতমি

আপডেট : ১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  নির্বাচন কমিশন লোকসভা ভোটের দামামা বাজানোর দু’দিন পরেই নীতীশ শিবিরে কাঁপন ধরিয়ে দলের সব পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়লেন জেডিইউ জাতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি আশরাফ ফাতমি। লোকসভা নির্বাচনে ক’দিন আগেই দলের ভালো ফলের আশাতেই শিবির বদলে এনডিএ-তে যোগ দিয়েছেন নীতীশ কুমার। সদ্য পদত্যাগী জেডিইউ নেতা আশরাফ ফাতমি আরজেডিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। এর আগেও তিনি আরজেডি থেকে দারভাঙ্গা আসন থেকে সাংসদ হয়েছেন। রাজনৈতিক মহলে খবর, ফাতমি আরজেডি নেতৃত্বের কাছে প্রস্তাব দিয়েছেন মিথিলাঞ্চলের দারভাঙ্গা বা মধুবনী লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।

ইস্তফা পত্রে ফাতমি লিখেছেন, নৈতিক মূল্যবোধ রক্ষায় জনতা দল ইউনাইটেডের সব ™দসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। পাঁচ বছর আগে জেডিইউতে যোগ দিয়েছিলেন আলি আশরাফ ফাতমি।

জেডিইউ-এ যোগ দেওয়ার সময় তিনি বলেছিলেন, বিহারে শুধুমাত্র জেডিইউ-ই সংখ্যালঘুদের স্বার্থের কথা ভাবে। জেডিইউতে যোগ দেওয়ার আগে ফাতমিকে আরজেডি সাসপেন্ড করা হয়েছিল। ফাতমি মনমোহন সরকারে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন। ফাতমি চারবারের জয়ী সাংসদ। চারবারই দারভাঙ্গা থেকেই চার বার জয়ী হয়েছিলেন। ফাতমির ছেলে ফারাজ ফাতমি ২০১৫-য় বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন।