০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বহিরাগত ইস‍্যুতে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে বেসামাল বীরভূমে বিজেপি প্রার্থী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ এপ্রিল ২০২৪, বুধবার
  • / 5

দেবশ্রী মজুমদার, বীরভূম : মঙ্গলবার তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক কথা বলেন সদ্য প্রাক্তন আই পি এস, বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর।

এদিন সকালে তারাপীঠে তার সঙ্গে ছিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, মহিলা মোর্চার সভা নেত্রী রশ্মি দে, জেলা নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। কিন্তু ছিলেন না বিজেপির পুরাতন নেতা দুধ কুমার মণ্ডল। দুধ কুমার মণ্ডল নিজেই বহিরাগত বিতর্ক উসকে দেন। তিনি বলেন, নির্বাচনে বিজেপি থেকে সরে থাকবেন যারা বিজেপিকে ভালো বাসেন। উচিত ছিল দুধকুমার মণ্ডল বা বোলপুরের দিলীপ ঘোষের সঙ্গে কথা বলা। সেটা হয় নি।

বহিরাগত ইস‍্যুতে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে বেসামাল বীরভূমে বিজেপি প্রার্থী

জেলা বিজেপির কর্মীরা আমাকে চেয়েছিল। সাংবাদিকদের মুখোমুখি দেবাশিস ধর বলেন, ” কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে বীরভূমে প্রার্থী হয়েছি। কর্মসূত্রে বীরভূমে আমি ছিলাম। তাই বহিরাগত নই। জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, টিকিটের জন‍্য দুধদা যেভাবে ছোটাছুটি করেছেন, আশা করি তিনি এবার বিজেপির ভোটে খাটবেন। এভাবেই বহিরাগত বিতর্কে জেরবার বীরভূম বিজেপি। পাহাড় থেকে সমতলে এই ইস‍্যুর মুখে বঙ্গ বিজেপি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বহিরাগত ইস‍্যুতে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে বেসামাল বীরভূমে বিজেপি প্রার্থী

আপডেট : ৩ এপ্রিল ২০২৪, বুধবার

দেবশ্রী মজুমদার, বীরভূম : মঙ্গলবার তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক কথা বলেন সদ্য প্রাক্তন আই পি এস, বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর।

এদিন সকালে তারাপীঠে তার সঙ্গে ছিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, মহিলা মোর্চার সভা নেত্রী রশ্মি দে, জেলা নেতা নিখিল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। কিন্তু ছিলেন না বিজেপির পুরাতন নেতা দুধ কুমার মণ্ডল। দুধ কুমার মণ্ডল নিজেই বহিরাগত বিতর্ক উসকে দেন। তিনি বলেন, নির্বাচনে বিজেপি থেকে সরে থাকবেন যারা বিজেপিকে ভালো বাসেন। উচিত ছিল দুধকুমার মণ্ডল বা বোলপুরের দিলীপ ঘোষের সঙ্গে কথা বলা। সেটা হয় নি।

বহিরাগত ইস‍্যুতে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে বেসামাল বীরভূমে বিজেপি প্রার্থী

জেলা বিজেপির কর্মীরা আমাকে চেয়েছিল। সাংবাদিকদের মুখোমুখি দেবাশিস ধর বলেন, ” কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে বীরভূমে প্রার্থী হয়েছি। কর্মসূত্রে বীরভূমে আমি ছিলাম। তাই বহিরাগত নই। জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, টিকিটের জন‍্য দুধদা যেভাবে ছোটাছুটি করেছেন, আশা করি তিনি এবার বিজেপির ভোটে খাটবেন। এভাবেই বহিরাগত বিতর্কে জেরবার বীরভূম বিজেপি। পাহাড় থেকে সমতলে এই ইস‍্যুর মুখে বঙ্গ বিজেপি।