০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অক্সিজেন সাপোর্ট ছাড়াই ৮০০০ মিটারের শৃঙ্গ জয় বাঙালি নারীর

কলকাতা, ২ অক্টোবর: ভারতীয় মহিলাদের বড় সাফল্য৷ সফলভাবে নেপালের মাউন্ট ধবলগিরির (৮১৬৭ মিটার) চূড়ায় পৌঁছেছেন তারা যা বিশ্বের সপ্তম উচ্চতম শৃঙ্গ৷ শুক্রবার, ১ অক্টোবর সকালে তারা সেখানে পৌঁছাতে সক্ষম হন৷ তাদের মধ্যে একজন সাপ্লিমেন্টারি অক্সিজেন ব্যবহার না করেই শিখরে আরোহণ করেন৷ ভারতের পর্বতারোহণের ইতিহাসে এই দুরন্ত রেকর্ড যিনি করেছেন তিনি চন্দননগরের পিয়ালি বসাক। কোনোরকম অক্সিজেন সাপোর্ট ছাড়াই নেপালের ধবলগিরি শৃঙ্গ জয় করেছেন চন্দননগরের কানাইলাল স্কুলের এই শিক্ষিকা। ৮১৬৭ মিটার উঁচু এই শৃঙ্গে পৌঁছনোর রেকর্ড আর কোনও ভারতীয় মহিলা পর্বতারোহীর নেই। পিয়ালি ছাড়াও এই অভিযানে ছিলেন আরও দুই ভারতীয় এবং চার শেরপা। সকলেই অক্সিজেন নিয়ে এই অভিযান করলেও একমাত্র পিয়ালি অক্সিজেনের সাহায্য ছাড়া এই অভিযান শেষ করেন।
এর আগে ২০১৮ তে প্রথম বাঙালি এবং দেশের প্রথম অসামরিক ভারতীয় হিসেবে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু জয় করেন পিয়ালি। তবে সেবারই মাউন্ট এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় তাঁকে। ধবলগিরি পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ। আরোহণের নিরিখে আট হাজার মিটারের অন্যান্য শৃঙ্গের অনেকগুলির তুলনায় যথেষ্ট দুর্গমও। সেখানেই বাজিমাত করলেন ৩১ বছরের পিয়ালি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অক্সিজেন সাপোর্ট ছাড়াই ৮০০০ মিটারের শৃঙ্গ জয় বাঙালি নারীর

আপডেট : ২ অক্টোবর ২০২১, শনিবার

কলকাতা, ২ অক্টোবর: ভারতীয় মহিলাদের বড় সাফল্য৷ সফলভাবে নেপালের মাউন্ট ধবলগিরির (৮১৬৭ মিটার) চূড়ায় পৌঁছেছেন তারা যা বিশ্বের সপ্তম উচ্চতম শৃঙ্গ৷ শুক্রবার, ১ অক্টোবর সকালে তারা সেখানে পৌঁছাতে সক্ষম হন৷ তাদের মধ্যে একজন সাপ্লিমেন্টারি অক্সিজেন ব্যবহার না করেই শিখরে আরোহণ করেন৷ ভারতের পর্বতারোহণের ইতিহাসে এই দুরন্ত রেকর্ড যিনি করেছেন তিনি চন্দননগরের পিয়ালি বসাক। কোনোরকম অক্সিজেন সাপোর্ট ছাড়াই নেপালের ধবলগিরি শৃঙ্গ জয় করেছেন চন্দননগরের কানাইলাল স্কুলের এই শিক্ষিকা। ৮১৬৭ মিটার উঁচু এই শৃঙ্গে পৌঁছনোর রেকর্ড আর কোনও ভারতীয় মহিলা পর্বতারোহীর নেই। পিয়ালি ছাড়াও এই অভিযানে ছিলেন আরও দুই ভারতীয় এবং চার শেরপা। সকলেই অক্সিজেন নিয়ে এই অভিযান করলেও একমাত্র পিয়ালি অক্সিজেনের সাহায্য ছাড়া এই অভিযান শেষ করেন।
এর আগে ২০১৮ তে প্রথম বাঙালি এবং দেশের প্রথম অসামরিক ভারতীয় হিসেবে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু জয় করেন পিয়ালি। তবে সেবারই মাউন্ট এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় তাঁকে। ধবলগিরি পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ। আরোহণের নিরিখে আট হাজার মিটারের অন্যান্য শৃঙ্গের অনেকগুলির তুলনায় যথেষ্ট দুর্গমও। সেখানেই বাজিমাত করলেন ৩১ বছরের পিয়ালি।