২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেকের মেগা র‍্যালির পরপরই ভোটের আগে সরানো হল বহরমপুর থানার আইসিকে

আবুল খায়ের
  • আপডেট : ৯ মে ২০২৪, বৃহস্পতিবার
  • / 32

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটের আগে ফের অপসারিত পুলিশ অফিসার। মঙ্গলবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফল মেগা র‍্যালির পর দিন বুধবার বহরমপুর থানার আইসিকে সরানোর নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। জানা গেছে, বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগের ভিত্তিতেই এই অপসারণ।

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত ‘মেমো’র ভিত্তিতেই বহরমপুরের আইসি-কে সরানো হল। তাঁকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তাঁর পরিবর্তের নামও প্রস্তাব করার কথা বলা হয়েছে রাজ্যকে। তবে ভোটের কাজে তাঁকে ব্যবহার করা যাবে না বলে কোনও নির্দেশিকা দেয়নি কমিশন।

আগামী ১৩মে বহরমপুর লোকসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে পাঁচবারের সাংসদ অধীরের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। ভোটের আগে আইসির উদয় শংকর ঘোষের  বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। তাঁর দাবি ছিল, কংগ্রেসের প্রচারে বাধা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক। এবার তাঁকে সরাল কমিশন।

উল্লেখ্য, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি-কে আগেই সরিয়ে দিয়েছে কমিশন। ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনও পদে আইপিএস শ্রী মুকেশকে নিয়োগের নির্দেশ দিয়েছিল তারা। মুর্শিদাবাদের ডিআইজির বিরুদ্ধে বার বার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়েছিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী তথা পুলিশ কর্তা সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিষেকের মেগা র‍্যালির পরপরই ভোটের আগে সরানো হল বহরমপুর থানার আইসিকে

আপডেট : ৯ মে ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটের আগে ফের অপসারিত পুলিশ অফিসার। মঙ্গলবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফল মেগা র‍্যালির পর দিন বুধবার বহরমপুর থানার আইসিকে সরানোর নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। জানা গেছে, বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগের ভিত্তিতেই এই অপসারণ।

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের থেকে প্রাপ্ত ‘মেমো’র ভিত্তিতেই বহরমপুরের আইসি-কে সরানো হল। তাঁকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তাঁর পরিবর্তের নামও প্রস্তাব করার কথা বলা হয়েছে রাজ্যকে। তবে ভোটের কাজে তাঁকে ব্যবহার করা যাবে না বলে কোনও নির্দেশিকা দেয়নি কমিশন।

আগামী ১৩মে বহরমপুর লোকসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে পাঁচবারের সাংসদ অধীরের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান। ভোটের আগে আইসির উদয় শংকর ঘোষের  বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি। তাঁর দাবি ছিল, কংগ্রেসের প্রচারে বাধা দিচ্ছেন ওই পুলিশ আধিকারিক। এবার তাঁকে সরাল কমিশন।

উল্লেখ্য, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি-কে আগেই সরিয়ে দিয়েছে কমিশন। ভোটের সঙ্গে যুক্ত নয় এমন কোনও পদে আইপিএস শ্রী মুকেশকে নিয়োগের নির্দেশ দিয়েছিল তারা। মুর্শিদাবাদের ডিআইজির বিরুদ্ধে বার বার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়েছিল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী তথা পুলিশ কর্তা সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।