২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আচমকা ধুলো ঝড়ে বিপর্যস্ত বাণিজ্যনগরী, ঘাটকোপরে ভেঙে পড়ল বিজ্ঞাপনী বোর্ড  

আবুল খায়ের
  • আপডেট : ১৩ মে ২০২৪, সোমবার
  • / 49

পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রবল ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বই। সোমবার দুপুরে হঠাতই আকাশ কালো করে শুরু হয় ধুলো ঝড়। তার কিছুক্ষণ পরই শুরু হয় মুম্বাইয়ে মরসুমের প্রথম বৃষ্টি। ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে পড়ে একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। ঝড়বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি পেলেও ধুলো ঝড়ের জেরে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে রাস্তায় থাকা মানুষজনকে।

আশঙ্কা করা হচ্ছে, ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েছেন অনেকেই। যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের উপর। ভিডিওয় দেখা গেছে, পেট্রোল পাম্পের ছাদ দুমড়ে গিয়েছে বিলবোর্ডের ভারে। তার নীচে চাপা পড়েছে কিছু গাড়িও। আপাতত ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে খবর। শেষ পাওয়া খবরে জানা গেছে, আপাতত ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বিকেল সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে। এদিকে ঝড় ও বৃষ্টির জেরে বিমান, রেল ও মেট্রো পরিষেবা সাময়িক স্থগিত রয়েছে। একাধিক এলাকায় বিদ্যুৎ নেই। বিকেল ৫টার পর পুনরায় বিমান ওঠানামা শুরু হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী তিন চার ঘণ্টার মধ্যে মুম্বইয়ের পালঘর, ঠাণের মতো একাধিক এলাকায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আচমকা ধুলো ঝড়ে বিপর্যস্ত বাণিজ্যনগরী, ঘাটকোপরে ভেঙে পড়ল বিজ্ঞাপনী বোর্ড  

আপডেট : ১৩ মে ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রবল ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বই। সোমবার দুপুরে হঠাতই আকাশ কালো করে শুরু হয় ধুলো ঝড়। তার কিছুক্ষণ পরই শুরু হয় মুম্বাইয়ে মরসুমের প্রথম বৃষ্টি। ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে পড়ে একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। ঝড়বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি পেলেও ধুলো ঝড়ের জেরে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে রাস্তায় থাকা মানুষজনকে।

আশঙ্কা করা হচ্ছে, ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েছেন অনেকেই। যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে বিজ্ঞাপনী বোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের উপর। ভিডিওয় দেখা গেছে, পেট্রোল পাম্পের ছাদ দুমড়ে গিয়েছে বিলবোর্ডের ভারে। তার নীচে চাপা পড়েছে কিছু গাড়িও। আপাতত ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে খবর। শেষ পাওয়া খবরে জানা গেছে, আপাতত ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বিকেল সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে। এদিকে ঝড় ও বৃষ্টির জেরে বিমান, রেল ও মেট্রো পরিষেবা সাময়িক স্থগিত রয়েছে। একাধিক এলাকায় বিদ্যুৎ নেই। বিকেল ৫টার পর পুনরায় বিমান ওঠানামা শুরু হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী তিন চার ঘণ্টার মধ্যে মুম্বইয়ের পালঘর, ঠাণের মতো একাধিক এলাকায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।