০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বোরকা তুলে মুখ পরীক্ষার পর ভোটের অনুমতি দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ বিজেপি

আবুল খায়ের
  • আপডেট : ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার
  • / 10

Bulandshahr: Burqa-clad voters show their fingers, marked with indelible ink, after casting their votes at a polling station, during the 2nd phase of Lok Sabha elections, at Siyana in Bulandshahr district, Thursday, April 18, 2019. (PTI Photo/Vijay Verma) (PTI4_18_2019_000104B)

পুবের কলম, ওয়েব ডেস্কঃ মুসলিম মহিলা ভোটারদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার মধ্যে ইতিমধ্যে পাঁচদফার ভোট গ্রহন হয়ে গেছে। শনিবার ষষ্ঠ দফা নির্বাচন তার আগে বুধবার নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হল বিজেপি। এ দিন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অজয় মহাওয়ার, মোহন সিং বিস্ত, বিজেপির রাজ্য সম্পাদক কিষাণ শর্মা এবং আইনজীবী নীরজ গুপ্তা।

পদ্ম শিবিরের এই প্রতিনিধি দল দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এক স্মারকলিপি জমা দিয়ে দাবি করেন, দিল্লিতে ভোটের সময়, বোরখা পরা মহিলা ভোটারদের পরিচয় ভালভাবে যাচাই করার। প্রসঙ্গত শনিবার ২৫মে দিল্লিতে ভোট গ্রহণ।

অজয় মহাওয়ার বলেছেন, “যারা বোরকা বা ফেস মাস্ক পরে ভোট দিতে আসেন, সম্পূর্ণ তদন্তের পরই তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া উচিত। কোনও মহিলা অফিসার বা মহিলা পুলিশ অফিসারের উচিত বোরকা তুলে তাদের মুখ পরীক্ষা করা।” তিনি আরও জানিয়েছেন, দিল্লির ভোটে, দিল্লি এবং প্রতিবেশী রাজ্যগুলি থেকে প্রচুর জাল ভোটার ভোট দিতে পারে বলে আশঙ্কা করছে বিজেপি। এই কারচুপি আটকাতেই এই পদক্ষেপ করার দাবি জানাচ্ছেন তাঁরা। বিজেপি বিধায়ক আরও জানান, এই বিষয়ে সম্ভাব্য সর্বোত্তম আইনি বিকল্পগুলি বিবেচনা করবেন তাঁরা বলে, আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই সঙ্গে বিজেপির প্রতিনিধিদলকে তিনি জানিয়েছেন, যে কোনও ধরনের জাল ভোটদান প্রতিরোধ করার চেষ্টা করবে কমিশন।

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটগ্রহণের সময়, হায়দরাবাদের একটি বুথে মুসলিম মহিলা ভোটারদের বোরকা তুলে তাদের পরিচয় যাচাই করে, বিতর্কে জড়ান সেখানকার বিজেপি প্রার্থী মাধবী লতা। তাঁর একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল, বুথের ভিতরেই মুসলিম মহিলাদের তাঁদের বোরকা সরাতে বলছেন বিজেপি প্রার্থী। বুথের ভিতরে কোনও প্রার্থী এই কাজ করতে পারেন কিনা, সেই প্রশ্ন উঠেছিল। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর, এই বিষয়ে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। মাধবী লতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কমিশন।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বোরকা তুলে মুখ পরীক্ষার পর ভোটের অনুমতি দেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ বিজেপি

আপডেট : ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ মুসলিম মহিলা ভোটারদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার মধ্যে ইতিমধ্যে পাঁচদফার ভোট গ্রহন হয়ে গেছে। শনিবার ষষ্ঠ দফা নির্বাচন তার আগে বুধবার নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হল বিজেপি। এ দিন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অজয় মহাওয়ার, মোহন সিং বিস্ত, বিজেপির রাজ্য সম্পাদক কিষাণ শর্মা এবং আইনজীবী নীরজ গুপ্তা।

পদ্ম শিবিরের এই প্রতিনিধি দল দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এক স্মারকলিপি জমা দিয়ে দাবি করেন, দিল্লিতে ভোটের সময়, বোরখা পরা মহিলা ভোটারদের পরিচয় ভালভাবে যাচাই করার। প্রসঙ্গত শনিবার ২৫মে দিল্লিতে ভোট গ্রহণ।

অজয় মহাওয়ার বলেছেন, “যারা বোরকা বা ফেস মাস্ক পরে ভোট দিতে আসেন, সম্পূর্ণ তদন্তের পরই তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া উচিত। কোনও মহিলা অফিসার বা মহিলা পুলিশ অফিসারের উচিত বোরকা তুলে তাদের মুখ পরীক্ষা করা।” তিনি আরও জানিয়েছেন, দিল্লির ভোটে, দিল্লি এবং প্রতিবেশী রাজ্যগুলি থেকে প্রচুর জাল ভোটার ভোট দিতে পারে বলে আশঙ্কা করছে বিজেপি। এই কারচুপি আটকাতেই এই পদক্ষেপ করার দাবি জানাচ্ছেন তাঁরা। বিজেপি বিধায়ক আরও জানান, এই বিষয়ে সম্ভাব্য সর্বোত্তম আইনি বিকল্পগুলি বিবেচনা করবেন তাঁরা বলে, আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই সঙ্গে বিজেপির প্রতিনিধিদলকে তিনি জানিয়েছেন, যে কোনও ধরনের জাল ভোটদান প্রতিরোধ করার চেষ্টা করবে কমিশন।

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটগ্রহণের সময়, হায়দরাবাদের একটি বুথে মুসলিম মহিলা ভোটারদের বোরকা তুলে তাদের পরিচয় যাচাই করে, বিতর্কে জড়ান সেখানকার বিজেপি প্রার্থী মাধবী লতা। তাঁর একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল, বুথের ভিতরেই মুসলিম মহিলাদের তাঁদের বোরকা সরাতে বলছেন বিজেপি প্রার্থী। বুথের ভিতরে কোনও প্রার্থী এই কাজ করতে পারেন কিনা, সেই প্রশ্ন উঠেছিল। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর, এই বিষয়ে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। মাধবী লতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কমিশন।