০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এগিয়ে আসাদউদ্দিন ওয়াইসি, পিছনে লতা

সামিমা এহসানা
  • আপডেট : ৪ জুন ২০২৪, মঙ্গলবার
  • / 275

পুবের কলম ওয়েবডেস্ক: মসজিদের দিকে ইশারায় তীর ধনুকের টার্গেট দেখিয়েও লাভ হল না বিজেপির হায়দরাবাদের প্রার্থী মাধবী লতার। মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এগিয়ে সেখানকার প্রাক্তন সাংসদ ও মিম প্রার্থী আসাদউদ্দিন ওয়াইসি।

মাধবীলতা দাবি করেছিলেন, ভুয়ো ভোটের ভরসায় আসাদউদ্দিন ওয়াইসি আগে জিতেছেন। তবে চব্বিশে তা হবে না। গত ১৩ মে ভোট ছিল হায়দরাবাদে। সেদিন ভোটকেন্দ্রে মুসলিম মহিলা ভোটারদের বোরখা সরিয়ে মুখ দেখেছিলেন মাধবীলতা। কিন্তু কিছুতেই লাভ হল না বলে মনে করছে অনেকেই। প্রায় ১ লক্ষ ২৪ হাজার ২২০ ভোটে এগিয়ে রয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। দুই নম্বরে রয়েছেন বিজেপির মাধবী লতা।

আরও পড়ুন: সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘নির্বাচিত’ পদক্ষেপ, উত্তরপ্রদেশ পুলিসের সমালোচনা আসাদউদ্দিন ওয়াইসির

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এগিয়ে আসাদউদ্দিন ওয়াইসি, পিছনে লতা

আপডেট : ৪ জুন ২০২৪, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: মসজিদের দিকে ইশারায় তীর ধনুকের টার্গেট দেখিয়েও লাভ হল না বিজেপির হায়দরাবাদের প্রার্থী মাধবী লতার। মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এগিয়ে সেখানকার প্রাক্তন সাংসদ ও মিম প্রার্থী আসাদউদ্দিন ওয়াইসি।

মাধবীলতা দাবি করেছিলেন, ভুয়ো ভোটের ভরসায় আসাদউদ্দিন ওয়াইসি আগে জিতেছেন। তবে চব্বিশে তা হবে না। গত ১৩ মে ভোট ছিল হায়দরাবাদে। সেদিন ভোটকেন্দ্রে মুসলিম মহিলা ভোটারদের বোরখা সরিয়ে মুখ দেখেছিলেন মাধবীলতা। কিন্তু কিছুতেই লাভ হল না বলে মনে করছে অনেকেই। প্রায় ১ লক্ষ ২৪ হাজার ২২০ ভোটে এগিয়ে রয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। দুই নম্বরে রয়েছেন বিজেপির মাধবী লতা।

আরও পড়ুন: সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘নির্বাচিত’ পদক্ষেপ, উত্তরপ্রদেশ পুলিসের সমালোচনা আসাদউদ্দিন ওয়াইসির

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র