০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
হীরক রাজার দেশে যেতে চান? চাপ নেবেন না, আছে আপনার ঘরের পাশেই!
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১৭ অক্টোবর ২০২১, রবিবার
- / 62
লেখা ও ছবি অর্পিতা লাহিড়ী
পুরুলিয়া জেলার একটি অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র হল জয়চন্ডী পাহাড়। বেশ কয়েকটি পাহাড়ের মিশেল হলো এই জয়চন্ডী।

প্রতিটি পাহাড়ের নিজস্ব নাম আছে, যেমন- যোগীঢাল, চন্ডী, ঘড়ি, সিজানো, রাম-সীতা প্রভৃতি৷ পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার সদর শহর রঘুনাথপুর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন কেন্দ্র

এটি শুধু যে জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাই নয় এটি হল পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র। হীরক রাজার দেশের শুটিং হয়েছিল এই জয়চন্ডী পাহাড়েই। পুরুলিয়া-বরাকর রোডের ধারে অবস্থিত জয়চন্ডী পাহাড়

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা- আসানসোল ডিভিশনের একটি রেল স্টেশন হল জয়চন্ডী পাহাড় রেলস্টেশন।
