১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে Wi fi ব্যবহারে পড়ুয়াদের দিতে হবে মুচলেকা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ অক্টোবর ২০২১, শুক্রবার
  • / 67

পুবের কলম প্রতিবেদকঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে পড়ুয়াদের দিতে হবে মুচলেকা। পড়ুয়ারা যাতে শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে ওয়াইফাই (Wi fi) ব্যবহার করে তার জন্য এই প্রয়াস বলে জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পেতে দিতে হবে মুচলেকা। বিশ্ববিদ্যালয়ের ওই মুচলেকায় ছাত্রছাত্রীরা জানাবে, তারা শিক্ষামূলক কাজের ব্যবহারের জন্যই ক্যাম্পাসের বিনামূল্যের ইন্টারনেট ব্যবহার করবেন। 

করোনা পরিস্থিতির কারণে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সশরীরে ক্লাস বন্ধ রয়েছে। পুজোর ছুটির পর ক্লাস শুরু হওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে শক্তিশালী ওয়াই ফাই চালু রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ: স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

উদ্দেশ্যে ছিল, ক্লাস না হলেও দুস্থ পড়ুয়াদের অনলাইনে পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয়– তার জন্য এই ব্যবস্থা করা করেছে কর্তৃপক্ষ। কিন্তু ইন্টারনেটের ব্যবহার হচ্ছে ঠিক উলটো। ক্যাম্পাসের বাইরে ও ভিতরে চুটিয়ে হচ্ছে অনলাইন গেম। নীল ছবিও দেখা হচ্ছে বলে অভিযোগ। এতে সার্ভারের চাপ বাড়ছে। ইন্টারনেটের গতি কম হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কাজের ক্ষতি হচ্ছে। বাধ্য হয়ে পাসওয়ার্ড বদলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jadavpur University ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির প্রস্তাব লালবাজারের

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সামন্তক দাস জানান, পড়ুয়ারা অপ্রয়োজনীয় কাজে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই ব্যবহার করছে। তাই পাসওয়ার্ড বদল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই যারা নিতে চাইছে, সেই পড়ুয়াদের মুচলেকা দিতে হবে। পড়ুয়াদের বলা হয়েছে, অ্যাকাডেমিক বিষয় ছাড়া কেউ অন্য কোনও কাজে ইন্টারনেট ব্যবহার করবেন না।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ড: ভিডিয়োর সত্যতা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ দেবাংশুর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে Wi fi ব্যবহারে পড়ুয়াদের দিতে হবে মুচলেকা

আপডেট : ২২ অক্টোবর ২০২১, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে পড়ুয়াদের দিতে হবে মুচলেকা। পড়ুয়ারা যাতে শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে ওয়াইফাই (Wi fi) ব্যবহার করে তার জন্য এই প্রয়াস বলে জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পেতে দিতে হবে মুচলেকা। বিশ্ববিদ্যালয়ের ওই মুচলেকায় ছাত্রছাত্রীরা জানাবে, তারা শিক্ষামূলক কাজের ব্যবহারের জন্যই ক্যাম্পাসের বিনামূল্যের ইন্টারনেট ব্যবহার করবেন। 

করোনা পরিস্থিতির কারণে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সশরীরে ক্লাস বন্ধ রয়েছে। পুজোর ছুটির পর ক্লাস শুরু হওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে শক্তিশালী ওয়াই ফাই চালু রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ওবিসি সংরক্ষণ: স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

উদ্দেশ্যে ছিল, ক্লাস না হলেও দুস্থ পড়ুয়াদের অনলাইনে পড়াশোনায় যাতে কোনও অসুবিধা না হয়– তার জন্য এই ব্যবস্থা করা করেছে কর্তৃপক্ষ। কিন্তু ইন্টারনেটের ব্যবহার হচ্ছে ঠিক উলটো। ক্যাম্পাসের বাইরে ও ভিতরে চুটিয়ে হচ্ছে অনলাইন গেম। নীল ছবিও দেখা হচ্ছে বলে অভিযোগ। এতে সার্ভারের চাপ বাড়ছে। ইন্টারনেটের গতি কম হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কাজের ক্ষতি হচ্ছে। বাধ্য হয়ে পাসওয়ার্ড বদলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jadavpur University ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির প্রস্তাব লালবাজারের

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সামন্তক দাস জানান, পড়ুয়ারা অপ্রয়োজনীয় কাজে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই ব্যবহার করছে। তাই পাসওয়ার্ড বদল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই যারা নিতে চাইছে, সেই পড়ুয়াদের মুচলেকা দিতে হবে। পড়ুয়াদের বলা হয়েছে, অ্যাকাডেমিক বিষয় ছাড়া কেউ অন্য কোনও কাজে ইন্টারনেট ব্যবহার করবেন না।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ড: ভিডিয়োর সত্যতা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ দেবাংশুর