শক্তিশালী হবে দেশের সংবিধান: ওয়াকফ আইনের সমর্থনে দাবি রামদেবের

- আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার
- / 241
হরিদ্বার: সংখ্যালঘু মুলসিমদের ভালোর জনই নাকি ওয়াকফ আইনে সংশোধনী আনা হয়েছে। এমন দাবি করেছেন একাধিক গেরুয়া নেতা-মন্ত্রীরা। তবে পদ্ম শিবিরের এই দাবিকে ষড়যন্ত্র হিসেবেই দেখছে দেশের মুসলিম সম্প্রদায়। এবার ওয়াকফ আইনকে সমর্থন জানিয়ে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে দাবি করলেন যোগগুরু বাবা রামদেব। তাঁর কথায়, ওয়াকফ (সংশোধনী) আইন ভারতের এক সংবিধান এবং সর্বধর্মের জন্য এক আইনের ব্যবস্থাকে শক্তিশালী করবে। রামদেবের দাবি, ওয়াকফ আইনে সংশোধনী না হলে বিভিন্ন সম্প্রদায়ও পৃথক বোর্ডের দাবি জানাতেন।
এদিকে ওয়াকফ নিয়ে বিরোধীদের তীব্র প্রতিবাদকে ‘ভোটব্যাঙ্ক’ বলে কটাক্ষ করেছেন যোগগুরু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একটিই আইন হোক হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন এবং বৌদ্ধদের জন্য। এই ব্যবস্থা দেশের সংবিধানকে শক্তিশালী করবে।
রামনবমী নিয়ে রামদেব বলেন, রামনবমী, জন্মাষ্টমী এবং ঈদের মতো ধর্মীয় উৎসবে কোনও নিষেধাজ্ঞা জারি করা উচিত নয়। বাংলার প্রসঙ্গ টেনে যোগগুরুর দাবি, পশ্চিমবঙ্গে রামনবমীর শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ভোটব্যাঙ্কের মেরুকরণের জন্য এই জাতীয় বিধিনিষেধ আরোপ করা হয়। ভারত রাম, কৃষ্ণ, হনুমান, শিবের দেশ। যেখানে সকলকে সম্মান করা হয়। রামদেবের কথায়, “হিন্দু ধর্ম কাউকে ঘৃণা করে না। রাম আমাদের জাতি, ধর্ম, সংস্কৃতি, আমাদের মৌলিক প্রকৃতি ও মর্যাদার প্রতীক।”