পুবের কলম ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুর হাই স্কুলে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধন হয় রবিবার। ট্রাস্টের পক্ষ থেকে এদিন প্রায় ১৫০ জন দুঃস্থকে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাগরদিঘির সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ চ্যাটার্জি, সাগরদিঘির ওসি সুমিত বিশ্বাস, কাবিলপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান, কুলপি ব্লকের জয়েন্ট বিডিও তারিফ ইসলাম, অভিনেতা রবীন দত্ত প্রমুখ।
এদিন স্বাগত ভাষণ দেন ট্রাস্টের সম্পাদক ইফতিকার আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রউফ, মুর্শিদ সারওয়ার জাহান, শরিফ আহমেদ, কামরুল ইসলাম, শরিফ হোসেন, সঞ্জীব দাস, রবিউল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ট্রাস্টের লোগো উন্মোচন করেন। এই সময় ট্রাস্টের সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ ইমরান হোসেন ও রহমতুল্লাহ। এদিন বিশিষ্টদের বক্তব্যে বারবার উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা। এদিন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সংবর্ধিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিন হোসেন ও জিয়ারুল মল্লিক।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধনে বস্ত্র বিতরণ
-
সুস্মিতা - আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার
- 54
ট্যাগ :



























