০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আমাদের ঘাড়ে দোষ চাপাবেন নাঃ পাকিস্তান

Pahalgam Terror Attack: বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিক্রিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 738

Pahalgam Terror Attack:  প্রতিক্রিয়া দিলেন প্রতিবেশী দেশ পাকিস্তান-বাংলাদেশ 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: Pahalgam Terror Attack-এ ২৭ পর্যটকের মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্র অনুসারে মৃতের সংখ্যা ৩০।  সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এনিয়ে সমস্ত অভিযোগ খারিজ করে শোক জানিয়ে পাকিস্তানও। কাশ্মীরের পহেলগাঁয়ে (Pahalgam Terror Attack) পর্যটকদের লক্ষ্য করে এই হামলার ঘটনায় দেশ তথা বিশ্বজুড়ে চলছে তুমুল সমালোচনা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন-সহ বিশ্বনেতারা হামলার নিন্দা করেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

পহেলগাঁওয়ের হামলার (Pahalgam Terror Attack) ঘটনার নিন্দা করে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এই ঘটনা আমাদের কিছু করার নেই। জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। তিনি জোর গলায় বলেন, আমাদের ঘাড়ে দোষ চাপাবেন না। এর পিছনে আমাদের হাত নেই। পাক মন্ত্রী এও দাবি করেন, যেকোনও সন্ত্রাসবাদকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। শুধু এই উপমহাদেশে নয়, পৃথিবীর যে কোনওখানে জঙ্গিপনাকে বরদাশ্ত করে না পাকিস্তান। এছাড়ও পাক বিদেশ মন্ত্রকের মুখ্যপাত্র বলেন, অনন্তনাগ জেলার পর্যটকদের উপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন।

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

 

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি

♦ Pahalgam Terror Attack: ভয়ে তটস্থ আটকে থাকা বাংলার বহু পর্যটক♦ 

অন্যদিকে ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার আবদুল বাসিত তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি আত্মবিশ্বাসী যে ভারতের যেকোনও ধরনের দুঃসাহসিক কাজ ব্যর্থ করতে পাকিস্তান সর্বতোভাবে প্রস্তুত। আমার কোনও সন্দেহ নেই, যে এবার পাকিস্তানের তরফে যথাযোগ্য জবাব দেওয়া হবে। পাকিস্তান পিপলস পার্টির নেত্রী এবং সাংসদ শেরি রেহমান এক্স-এ লিখেছেন, ‘আমি পহেলগাঁওয়ে মর্মান্তিক সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।

 

দুর্ভাগ্যবশত, এই হামলার জন্য পাকিস্তানের দিকে আগাম আঙুল তোলার মতো কাজ যে ভারত করবে তা আগে থেকেই জানা ছিল। ভারত সরকার তাদের ব্যর্থতা ঢাকতে আমাদের দিকে আঙুল তুলছে। এবার কোনও তদন্ত ছাড়াই, ভারতের ডানপন্থী দল এখন পাকিস্তানের ধ্বংসের আবেদন জানাবে।’

এদিকে কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের মৃত্যুর জন্য আমরা আমাদের সমবেদনা জানাই। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই।’

বাংলাদেশের বিদেশ মন্ত্রকও পহেলগাঁওয়ের পর্যটকদের হত্যার প্রতিক্রিয়া জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিদেশ মন্ত্রক বলেছে, ‘জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ, যেখানে নিরীহ বেসামরিক নাগরিকদের মৃত্যুতে আমরা শোকাহত।’ বাংলাদেশ এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমাদের ঘাড়ে দোষ চাপাবেন নাঃ পাকিস্তান

Pahalgam Terror Attack: বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিক্রিয়া

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, বুধবার

Pahalgam Terror Attack:  প্রতিক্রিয়া দিলেন প্রতিবেশী দেশ পাকিস্তান-বাংলাদেশ 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: Pahalgam Terror Attack-এ ২৭ পর্যটকের মৃত্যু হয়েছে। অসমর্থিত সূত্র অনুসারে মৃতের সংখ্যা ৩০।  সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এনিয়ে সমস্ত অভিযোগ খারিজ করে শোক জানিয়ে পাকিস্তানও। কাশ্মীরের পহেলগাঁয়ে (Pahalgam Terror Attack) পর্যটকদের লক্ষ্য করে এই হামলার ঘটনায় দেশ তথা বিশ্বজুড়ে চলছে তুমুল সমালোচনা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন-সহ বিশ্বনেতারা হামলার নিন্দা করেছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

পহেলগাঁওয়ের হামলার (Pahalgam Terror Attack) ঘটনার নিন্দা করে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এই ঘটনা আমাদের কিছু করার নেই। জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। তিনি জোর গলায় বলেন, আমাদের ঘাড়ে দোষ চাপাবেন না। এর পিছনে আমাদের হাত নেই। পাক মন্ত্রী এও দাবি করেন, যেকোনও সন্ত্রাসবাদকে ঘৃণা করি, প্রত্যাখ্যান করি। শুধু এই উপমহাদেশে নয়, পৃথিবীর যে কোনওখানে জঙ্গিপনাকে বরদাশ্ত করে না পাকিস্তান। এছাড়ও পাক বিদেশ মন্ত্রকের মুখ্যপাত্র বলেন, অনন্তনাগ জেলার পর্যটকদের উপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন।

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

 

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি

♦ Pahalgam Terror Attack: ভয়ে তটস্থ আটকে থাকা বাংলার বহু পর্যটক♦ 

অন্যদিকে ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার আবদুল বাসিত তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি আত্মবিশ্বাসী যে ভারতের যেকোনও ধরনের দুঃসাহসিক কাজ ব্যর্থ করতে পাকিস্তান সর্বতোভাবে প্রস্তুত। আমার কোনও সন্দেহ নেই, যে এবার পাকিস্তানের তরফে যথাযোগ্য জবাব দেওয়া হবে। পাকিস্তান পিপলস পার্টির নেত্রী এবং সাংসদ শেরি রেহমান এক্স-এ লিখেছেন, ‘আমি পহেলগাঁওয়ে মর্মান্তিক সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।

 

দুর্ভাগ্যবশত, এই হামলার জন্য পাকিস্তানের দিকে আগাম আঙুল তোলার মতো কাজ যে ভারত করবে তা আগে থেকেই জানা ছিল। ভারত সরকার তাদের ব্যর্থতা ঢাকতে আমাদের দিকে আঙুল তুলছে। এবার কোনও তদন্ত ছাড়াই, ভারতের ডানপন্থী দল এখন পাকিস্তানের ধ্বংসের আবেদন জানাবে।’

এদিকে কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের মৃত্যুর জন্য আমরা আমাদের সমবেদনা জানাই। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই।’

বাংলাদেশের বিদেশ মন্ত্রকও পহেলগাঁওয়ের পর্যটকদের হত্যার প্রতিক্রিয়া জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিদেশ মন্ত্রক বলেছে, ‘জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ, যেখানে নিরীহ বেসামরিক নাগরিকদের মৃত্যুতে আমরা শোকাহত।’ বাংলাদেশ এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।