মাস্ক না পারায় গত দুদিনে ৮৬৫ জনের নামে মামলা, করোনা নিয়ে কঠোর কলকাতা পুলিশ

- আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
- / 45
পুবের কলম ওয়েব ডেস্কঃ পুজো মিটতে না মিটতেই আবারও লাগামছাড়া হারে বাড়ছে মারণ ভাইরাস করোনা ।যে আশঙ্কা আগেই করেছিলেন বিশেষজ্ঞরা । আর তাই করোনা প্রশ্নে এবার আরো কঠোর হতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশকে ।মাস্ক না পারায় গত ৪৮ ঘন্টার মধ্যে আটশোর বেশি মানুষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, রবিবার মাস্ক না পরার কারণে ৪৪৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার একই কারণে অন্তত ৪১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
- ট্রেনি পুলিশদের রামচরিতমানস পড়ার নিদান, প্রতিবাদ ভোপালে
- ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-নয়া উদ্যোগ রাজ্য সরকারের
- অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত যুবককে কোপানোর অভিযোগ
- থাইল্যান্ড-কম্বোডিয়া: যুদ্ধবিরতির আলোচনায় সম্মতি, তবুও জারি হামলা
- গাজায় ত্রাণ বর্ষণ শুরু ইসরাইলের, তীব্র আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক সামরিক বিরতি
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ১৫ নভেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়েছেন ।আর এই ঘোষণার পর পরই নড়ে চড়ে বসেছে শিক্ষা দফতর । হাসি ফুটেছে শিক্ষক পড়ুয়া থেকে সাধারণ আমজনতার মুখে । যদিও পুজোর পর ফের একবার করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় এই হাসি কতক্ষন বহাল থাকবে সেটাই এখন লাখটাকার প্রশ্ন। ইতিমধ্যে শুক্রবার রাত থেকেই জারি করা হয়েছে নাইট কার্ফু । একান্ত প্রয়োজন না হলে কেউই বাড়ির বাইরে বেরোতে পারবেন না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে বেশ কয়েকটি মাইক্রো-কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই।যে তালিকার মধ্যে রয়েছে সল্টলেক, দমদম, বারাসতের বেশকিছু এলাকা,উত্তর ২৪ পরগনা, হাওড়া সহ জলপাইগুড়ির বেশকিছু এলাকা । একই পথে এবার হাঁটতে চলেছে শহর কলকাতাও ।