১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং দেশপ্রেমকে স্যালুট মল্লিকার্জুন খাড়গের

চামেলি দাস
  • আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
  • / 205

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার গভীর রাতে শুরু হয় অপারেশন সিঁদুর। রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০মিনিট মাত্র ২৫ মিনিট চলে এই অপারেশন। পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। বুধবার সকালে সাংবাদিক বৈঠক সে নিয়ে বিস্তারিত জানান বিদেশসচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং।

বুধবার ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করেন কংগ্রেস নেতৃত্ব। ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি জাতীয় নিরাপত্তার ইস্যুতে সেনাবাহিনী এবং সরকারের পদক্ষেপের প্রতি দলের পূর্ণ সমর্থন জানায় কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জরুরি ভিত্তিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন। দলের তরফে বিবৃতি দেওয়া হয়েছে, দেশের নিরাপত্তা এবং ঐক্য ও অখণ্ডতা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক সমর্থন জানাবে কংগ্রেস। বৈঠকের পর খাড়গে বলেন অপারেশন সিঁদুর-এর অধীনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলির বিরুদ্ধে সাহসী উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সৈন্যদের সাহস, সংকল্প এবং দেশপ্রেমকে স্যালুট জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

 

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং দেশপ্রেমকে স্যালুট মল্লিকার্জুন খাড়গের

আপডেট : ৭ মে ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার গভীর রাতে শুরু হয় অপারেশন সিঁদুর। রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০মিনিট মাত্র ২৫ মিনিট চলে এই অপারেশন। পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। বুধবার সকালে সাংবাদিক বৈঠক সে নিয়ে বিস্তারিত জানান বিদেশসচিব বিক্রম মিস্রি, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং।

বুধবার ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করেন কংগ্রেস নেতৃত্ব। ভারতীয় সেনাবাহিনীর সাহস এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের প্রশংসা করার পাশাপাশি জাতীয় নিরাপত্তার ইস্যুতে সেনাবাহিনী এবং সরকারের পদক্ষেপের প্রতি দলের পূর্ণ সমর্থন জানায় কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জরুরি ভিত্তিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকেন। দলের তরফে বিবৃতি দেওয়া হয়েছে, দেশের নিরাপত্তা এবং ঐক্য ও অখণ্ডতা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক সমর্থন জানাবে কংগ্রেস। বৈঠকের পর খাড়গে বলেন অপারেশন সিঁদুর-এর অধীনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলির বিরুদ্ধে সাহসী উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সৈন্যদের সাহস, সংকল্প এবং দেশপ্রেমকে স্যালুট জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

 

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি