০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
মাঝ আকাশেই ধ্বংস একাধিক পাক ক্ষেপণাস্ত্র ও ড্রোন

ফের হামলার চেষ্টা পাকিস্তানের, এস-৪০০ দিয়ে জবাব ভারতের

ইমামা খাতুন
  • আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 367

পুবের কলম,ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার বদলা হিসেবে ‘অপারেশন সিঁদুর’ ভারতীয় সেনার। এর পরে দু’দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে ভারতের মাটিতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করছিল পাকিস্তান। যদিও প্রতিক্ষেত্রে পাক বাহিনীর সব হামলাই ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা।

সেনা ও বিদেশ মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে, বুধবার রাতে ভারতের একাধিক শহরের সেনা ছাউনিগুলিকে টার্গেট করে ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। উত্তর ও পশ্চিম ভারতে এই হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানি সেনা। ৭-৮ মে’র রাতে অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুর্থালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিণ্ডা, চণ্ডীগড়, ফালোদি, উত্তরলাই, ভুজ প্রভৃতি শহরে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। ভারতের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের এই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। মাঝ আকাশেই সবগুলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ায় তৈরি অত্যাধুনিক এই নিরাপত্তা ব্যবস্থার পোশাকি নাম ‘সুদর্শন চক্র’।

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের এয়ার ডিফেন্স র‌্যাডার সিস্টেমকে ভারতের তরফে পালটা টার্গেট করা হয়।ইতিমধ্যেই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে, রাওলাপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম লক্ষ্য করেও ভারতের ড্রোন থেকে গুলি নিক্ষেপ করা হয়।

আরও পড়ুন: ভারত থেকে আমেরিকার আয় কত? ট্রাম্পের দাবি ভুয়ো, জানাচ্ছে রিপোর্ট

ইসলামাবাদের পালটা দাবি, ভারত ইসরাইলের তৈরি হারপি ড্রোন ব্যবহার করছে তাদের আকাশসীমায়। এই ধরনের ১২টি ড্রোন তারা গুলি করে নামিয়ে দিয়েছে।এমনিতেই পাকিস্তান কুপওয়ারা, উরি, বারামুল্লাহ, পুঞ্ছ, রাজৌরি প্রভৃতি সীমান্ত এলাকায় নাগাড়ে মর্টার ও অন্যান্য আগ্নেয়াস্ত্র ছুঁড়ে চলেছে।

আরও পড়ুন: ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন

অন্যদিকে, পাকিস্তানে একের পর এক বিস্ফোরণের খবর সামনে আসছে। বৃহস্পতিবার সকালেই পাকিস্তানের লাহোরের ওয়ালটন বিমানবন্দরে পরপর বিস্ফোরণ হয়। এর ঘণ্টাখানেক বাদেই এবার করাচিতেও বিস্ফোরণের শধ। রাওয়ালপিন্ডিতেও একইভাবে বিস্ফোরণ হয়েছে বলে খবর। পাকিস্তানের ১২টি শহরে মোট ১৫টি জায়গায় বিস্ফোরণ হয়েছে।

এখনও পর্যন্ত পাকিস্তানে মোট ড্রোন হামলার সংখ্যা ২৫। কী থেকে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি। সকালে লাহোর পরপর ৬টি বিস্ফোরণের পর এবার করাচি, রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তানে পরপর বিস্ফোরণ হয়েছে। ড্রোন থেকে বিস্ফোরণ হয়েছে। তবে এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝ আকাশেই ধ্বংস একাধিক পাক ক্ষেপণাস্ত্র ও ড্রোন

ফের হামলার চেষ্টা পাকিস্তানের, এস-৪০০ দিয়ে জবাব ভারতের

আপডেট : ৮ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার বদলা হিসেবে ‘অপারেশন সিঁদুর’ ভারতীয় সেনার। এর পরে দু’দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে ভারতের মাটিতে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করছিল পাকিস্তান। যদিও প্রতিক্ষেত্রে পাক বাহিনীর সব হামলাই ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা।

সেনা ও বিদেশ মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে, বুধবার রাতে ভারতের একাধিক শহরের সেনা ছাউনিগুলিকে টার্গেট করে ড্রোন ও মিসাইল হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। উত্তর ও পশ্চিম ভারতে এই হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানি সেনা। ৭-৮ মে’র রাতে অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুর্থালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিণ্ডা, চণ্ডীগড়, ফালোদি, উত্তরলাই, ভুজ প্রভৃতি শহরে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। ভারতের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের এই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। মাঝ আকাশেই সবগুলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ায় তৈরি অত্যাধুনিক এই নিরাপত্তা ব্যবস্থার পোশাকি নাম ‘সুদর্শন চক্র’।

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের এয়ার ডিফেন্স র‌্যাডার সিস্টেমকে ভারতের তরফে পালটা টার্গেট করা হয়।ইতিমধ্যেই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে, রাওলাপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম লক্ষ্য করেও ভারতের ড্রোন থেকে গুলি নিক্ষেপ করা হয়।

আরও পড়ুন: ভারত থেকে আমেরিকার আয় কত? ট্রাম্পের দাবি ভুয়ো, জানাচ্ছে রিপোর্ট

ইসলামাবাদের পালটা দাবি, ভারত ইসরাইলের তৈরি হারপি ড্রোন ব্যবহার করছে তাদের আকাশসীমায়। এই ধরনের ১২টি ড্রোন তারা গুলি করে নামিয়ে দিয়েছে।এমনিতেই পাকিস্তান কুপওয়ারা, উরি, বারামুল্লাহ, পুঞ্ছ, রাজৌরি প্রভৃতি সীমান্ত এলাকায় নাগাড়ে মর্টার ও অন্যান্য আগ্নেয়াস্ত্র ছুঁড়ে চলেছে।

আরও পড়ুন: ভারত ও চিনের প্রশংসা করলেন পুতিন

অন্যদিকে, পাকিস্তানে একের পর এক বিস্ফোরণের খবর সামনে আসছে। বৃহস্পতিবার সকালেই পাকিস্তানের লাহোরের ওয়ালটন বিমানবন্দরে পরপর বিস্ফোরণ হয়। এর ঘণ্টাখানেক বাদেই এবার করাচিতেও বিস্ফোরণের শধ। রাওয়ালপিন্ডিতেও একইভাবে বিস্ফোরণ হয়েছে বলে খবর। পাকিস্তানের ১২টি শহরে মোট ১৫টি জায়গায় বিস্ফোরণ হয়েছে।

এখনও পর্যন্ত পাকিস্তানে মোট ড্রোন হামলার সংখ্যা ২৫। কী থেকে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি। সকালে লাহোর পরপর ৬টি বিস্ফোরণের পর এবার করাচি, রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তানে পরপর বিস্ফোরণ হয়েছে। ড্রোন থেকে বিস্ফোরণ হয়েছে। তবে এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি।