০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটকদের ফেরাতে বিশেষ ব্যবস্থা রেলের

সুস্মিতা
  • আপডেট : ১০ মে ২০২৫, শনিবার
  • / 364

পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু সহ ৩২টি বিমানবন্দর এখন বন্ধ রাখার কারণে সমস্যায় পড়েছেন পর্যটকরা। তাঁরা সেখানে গিয়ে আটকে পড়েছেন। এই কারণে তাঁদের বাড়ি ফেরাতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের জন্য বাড়তি ট্রেন চালানো হবে। এই পরিস্থিতে জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর মধ্যে থাকছে বন্দে ভারত এক্সপ্রেসও। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে ভারতীয় রেল।

যাত্রীদের চলাচল সহজতর এবং জনসাধারণের সুবিধার্থে ভারতীয় রেলওয়ে তিনটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। ট্রেন নং ০৪৬১২ জম্মু থেকে সকাল ১০তা ৪৫ মিনিটে ছাড়বে। ওই ট্রেনে ১২টি সংরক্ষিত ও ১২টি অসংরক্ষিত কামরা রয়েছে। জম্মু থেকে ওই ট্রেন উধমপুরের মধ্যে যাতায়াত করবে। তাতে, বড় সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন: ফের ১৮ দিন ধরে পরপর ট্রেন বাতিল, দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

এছাড়া, ভারতীয় রেলওয়ে বিশেষ বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। ওই ট্রেন জম্মু থেকে পাঠানকোট হয়ে উধমপুর পর্যন্ত যাতায়াত করবে। ওই ট্রেন উধমপুর বেলা ১২টা ৪৫ মিনিটে জম্মুর উদ্দেশ্যে ছাড়বে। ওই ট্রেনে ২০টি কামরা রয়েছে। যাত্রীদের আরামদায়ক যাতায়াতের জন্য ভারতীয় রেলওয়ে ওই বিশেষ বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

এছাড়াও, সম্পূর্ণ সংরক্ষিত বিশেষ ট্রেন জম্মু থেকে চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেলওয়ে। ওই ট্রেন সকাল সাতটায় জম্মু রওয়ানা দেবে। তাতে, ২২টি সংরক্ষিত কামরা রয়েছে। ওই ট্রেন বিশেষ সংরক্ষিত যাত্রীদের জন্যই চালানো হবে।

আরও পড়ুন: টিকিট বুক করেও যাত্রা করতে পারেননি ৩.২৭ কোটিরও বেশি যাত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পর্যটকদের ফেরাতে বিশেষ ব্যবস্থা রেলের

আপডেট : ১০ মে ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু সহ ৩২টি বিমানবন্দর এখন বন্ধ রাখার কারণে সমস্যায় পড়েছেন পর্যটকরা। তাঁরা সেখানে গিয়ে আটকে পড়েছেন। এই কারণে তাঁদের বাড়ি ফেরাতে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের জন্য বাড়তি ট্রেন চালানো হবে। এই পরিস্থিতে জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এর মধ্যে থাকছে বন্দে ভারত এক্সপ্রেসও। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে ভারতীয় রেল।

যাত্রীদের চলাচল সহজতর এবং জনসাধারণের সুবিধার্থে ভারতীয় রেলওয়ে তিনটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। ট্রেন নং ০৪৬১২ জম্মু থেকে সকাল ১০তা ৪৫ মিনিটে ছাড়বে। ওই ট্রেনে ১২টি সংরক্ষিত ও ১২টি অসংরক্ষিত কামরা রয়েছে। জম্মু থেকে ওই ট্রেন উধমপুরের মধ্যে যাতায়াত করবে। তাতে, বড় সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুন: ফের ১৮ দিন ধরে পরপর ট্রেন বাতিল, দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের

এছাড়া, ভারতীয় রেলওয়ে বিশেষ বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। ওই ট্রেন জম্মু থেকে পাঠানকোট হয়ে উধমপুর পর্যন্ত যাতায়াত করবে। ওই ট্রেন উধমপুর বেলা ১২টা ৪৫ মিনিটে জম্মুর উদ্দেশ্যে ছাড়বে। ওই ট্রেনে ২০টি কামরা রয়েছে। যাত্রীদের আরামদায়ক যাতায়াতের জন্য ভারতীয় রেলওয়ে ওই বিশেষ বন্দে ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরের আপেল চাষিদের জন্য রেলের ‘Apple Express’

এছাড়াও, সম্পূর্ণ সংরক্ষিত বিশেষ ট্রেন জম্মু থেকে চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেলওয়ে। ওই ট্রেন সকাল সাতটায় জম্মু রওয়ানা দেবে। তাতে, ২২টি সংরক্ষিত কামরা রয়েছে। ওই ট্রেন বিশেষ সংরক্ষিত যাত্রীদের জন্যই চালানো হবে।

আরও পড়ুন: টিকিট বুক করেও যাত্রা করতে পারেননি ৩.২৭ কোটিরও বেশি যাত্রী