ছ’দিন পর স্বাভাবিক পরিষেবা, শ্রীনগর থেকে ফের শুরু হচ্ছে হজ উড়ান

- আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার
- / 98
পুবের কলম ওয়েবডেস্ক: ছ’দিন শ্রীনগর বিমানবন্দর বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের চালু হল বিমান পরিষেবা। হজযাত্রার মাসে পরিষেবা বন্ধ থাকায় অনেকেই চিন্তায় পড়েছিলেন। তবে মঙ্গলবার থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ায় আনন্দিত অনেক হজযাত্রী।
ভারত-পাকিস্তান উত্তেজনার ফলে প্রায় এক সপ্তাহ ধরে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল উপত্যকা। বন্ধ হয়েছিল স্কুল-কলেজ, যান চলাচল থেকে বিমান পরিষেবা। এছাড়াও ভূমিধসের কারণে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ হওয়ায় দুর্ভোগ বেড়েছিল কাশ্মীরিদের। গতকাল থেকেই খুলেছে স্কুল-কলেজ ও দোকানপাট। সবমিলিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর।
এদিকে সোমবার কেন্দ্রের নোটাম প্রত্যাহারের পর মঙ্গলবার থেকে ফের বিমান চলাচল শুরু হয়েছে। দিল্লি থেকে প্রথম বিমানটি দুপুর দেড়টায় শ্রীনগরে অবতরণ করে। সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছিল, শ্রীনগর-সহ যে ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। পুনরায় অসামরিক বিমান চলাচল শুরু করা হয়েছে। বুধবার থেকে হজ ফ্লাইট চলাচল শুরু হয়। শ্রীনগর বিমানবন্দরের পরিচালক জাভেদ আনজুম বলেন, “আমরা আগমন ও প্রস্থানসহ মোট আটটি ফ্লাইট পরিচালনা করছি।”
এক বিবৃতিতে স্পাইসজেট জানিয়েছে, তারা শ্রীনগর থেকে ২০২৫ সালের হজ কার্যক্রম পুনরায় শুরু করবে। প্রশস্ত বডি এয়ারবাস এ৩৪০ বিমান ব্যবহার করে মদিনায় দুটি ফ্লাইট পরিচালনা করবে। প্রতিটি ৩২৪ জন যাত্রী যাত্রা করতে পারবে। স্পাইসজেট উড়ান সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার থেকে ফের পরিষেবা স্বাভাবিক হয়েছে। যদিও ইন্ডিগো শ্রীনগর, জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ এবং রাজকোট থেকে আসা বিমান বাতিল করেছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হজযাত্রীদের সমস্যায় পড়তে হয়েছিল। ৪ মে জম্মু ও কাশ্মীর প্রথম হজের উড়ান গিয়েছিল সৌদি আরবের উদ্দেশ্যে। তাতে ১৭৮ জন তীর্থযাত্রী ছিলেন। ৭ মে থেকে ১২ মে পর্যন্ত বাকি হজ ফ্লাইট বাতিল করা হয়েছিল। জম্মু ও কাশ্মীর হজ কমিটির এক্সিকিউটিভ অফিসার সুজাত আহমেদ কুরেশি জানিয়েছেন, বুধবার থেকে শ্রীনগর থেকে হজ ফ্লাইট শুরু হবে।